তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের জেরে এমনিতেই চাপের মুখে হরিয়ানা বিজেপি এবং ওই রাজ্যে তাদের শরিক দল জেজেপি-র নেতারা। এ বার তাঁরা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি করলেন হরিয়ানার প্রদেশ কংগ্রেস সভানেত্রী কুমারী শৈলজা। তাঁর কথায়, ‘‘শাসক ও শরিক দলের নেতা আর নির্দল বিধায়কদের অনেকে বাস্তব বুঝছেন। মানুষ এবং বিধায়কদের সমর্থন সরকার হারিয়ে ফেললে, অনেক কিছুই ঘটতে পারে।’’
প্রশ্ন উঠছে, কংগ্রেস কি তবে বিজেপি, জেজেপি বিধায়কদের ভাঙিয়ে সরকার গঠনের চেষ্টা করছে? শৈলজার উত্তর, ‘‘সরকারে শূন্যস্থান থাকতে পারে না। যদি পরিস্থিতি তৈরি হয়, তা হলে সংবিধানের দাবি মতোই পদক্ষেপ করব।’’
হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের অবশ্য মন্তব্য, ‘‘কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন, জানি। কংগ্রেস নেত্রীকে বলতে চাই, সতর্ক থাকুন।’’ কংগ্রেস নেতাদের দাবি, বিধানসভায় অনাস্থা প্রস্তাবের ভয়ে খট্টর অধিবেশন ডাকছেন না।