সন্দেহ আর অবিশ্বাসের ধোঁয়া সরাতে শেষ পর্যন্ত সভাপতি রাহুল গাঁধীর কৈলাসযাত্রার ছবি প্রকাশ করল কংগ্রেস। আর সে ছবি সামনে আসা মাত্রই তা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
কংগ্রেস যে ছবিগুলি প্রকাশ করেছে, তার একটি ছবিতে রাহুলকে সহযাত্রীদের সঙ্গে বেসক্যাম্পে দেখা যাচ্ছে। অন্য আর একটি ছবিতে বরফে ঢাকা কৈলাস পর্বতের সামনে দেখা গিয়েছে কংগ্রেস সভাপতিকে।
কংগ্রেস সূত্রে খবর, গত ৩১ অগস্ট ২০ দিনের জন্য কৈলাস মানসরোবর তীর্থযাত্রা শুরু করেছেন রাহুল গাঁধী। নেপাল দিয়ে শুরু করা ওই সফরে তাঁর সঙ্গে আছেন গুজরাতের ২০ জন তীর্থযাত্রী ও দু’জন স্পেশাল প্রোটেকশন গ্রুপের কমান্ডো। ওই সূত্রটি জানিয়েছে, সাধারণ তীর্থযাত্রীদের মতো তাঁবুতেই থাকছেন রাহুল। হাঁটছেন আর পাঁচজন তীর্থযাত্রীর সঙ্গেই।