Advertisement
০২ মে ২০২৪

‘আবেগ নিয়ে খেলছে বিজেপি’

বিজেপি রাজনৈতিক স্বার্থসিদ্ধির ঘুঁটি হিসেবে হিন্দু বাঙালিকে ব্যবহার করছে বলে অভিযোগ আনলেন অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিজিৎ মজুমদার।

রায়বরেলীর বিধায়ক অদিতি সিংহ।

রায়বরেলীর বিধায়ক অদিতি সিংহ।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০৪:৫৮
Share: Save:

বিজেপি রাজনৈতিক স্বার্থসিদ্ধির ঘুঁটি হিসেবে হিন্দু বাঙালিকে ব্যবহার করছে বলে অভিযোগ আনলেন অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিজিৎ মজুমদার। তাঁর মতে, কলকাতায় জনসভা করে নাগরিকত্ব আইন সংশোধন করার যে ঘোষণা বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ করেছেন, তাতে বিজেপির দ্বিমুখী চরিত্রই স্পষ্ট করে দিয়েছে।

অসম কংগ্রেসের মতে, এ রাজ্যে নাগরিক পঞ্জি নবীকরণ ও নাগরিকত্ব আইনের সংশোধন— এই দু’টি পরস্পরবিরোধী পদক্ষেপ। ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ ধরে এনআরসি নবীকরণ করার পরে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অসমে আসা সকলকে নাগরিকত্ব দিলে এনআরসি এমনিতেই অর্থহীন হয়ে পড়বে। এক দিকে বিজেপি শাসিত সরকার নাগরিক পঞ্জি নবীকরণের নামে অনেক প্রকৃত ভারতীয়ের নাম বাদ দিয়েছে। অন্য দিকে তারাই আবার ধর্মীয় ও ভাষার দিক দিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে।

অমিত শাহ কলকাতায় বলেছেন, অসমে থাকা হিন্দু বাংলাদেশীরা নাগরিকত্ব পাবেন, চিন্তার কিছু নেই। এ দিকে, অসমে ১৯৭১ সালের আগে আসা হিন্দু বাঙালিদের নাম সব প্রমাণপত্র থাকার পরেও বাদ পড়েছে। কংগ্রেসের দাবি, অসম চুক্তি অনুযায়ী এনআরসির কাজ যখন শেষ পর্যায়ে, এবং সকলেই ১৯৭১-কে ভিত্তিবর্ষ মেনে নিয়েছেন, তখন খামোখা ভোট ব্যাঙ্ক রাজনীতির স্বার্থে রাজ্যে অশান্তি সৃষ্টি করা অর্থহীন। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিজেপি নাগরিকত্ব বিল পাশ করাতে পারবে না। খামোখা পশ্চিমবঙ্গের মানুষ ও অসমের বাঙালিকে ধোঁকা দিচ্ছেন অমিত শাহেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRC Assam Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE