ভোটের ফল বেরোতে বাকি আর মাত্র চার দিন। তার আগে, আজ দিল্লিতে সনিয়া গাঁধীর সঙ্গে আলোচনার পরে গগৈ ঘোষণা করে দিলেন, চতুর্থ বারের জন্য অসমে কংগ্রেসই আসছে ক্ষমতায়।
এ দিন দিল্লিতে তাঁর আত্মজীবনী ‘টার্ন অ্যারাউন্ড-লিডিং অসম ফ্রম দ্য ফ্রন্ট’-ও প্রকাশিত হয়। বইটি উদ্বোধন করেন করণ সিংহ। ভোটের ফল ঘোষণার পরেই গগৈয়ের রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে বলে চর্চা চলছে। কিন্তু আজ দিল্লিতে গগৈ স্পষ্টই জানিয়ে দেন, আপাতত রাজনৈতিক জীবন থেকে তিনি অবসর নিচ্ছেন না। গগৈ জানান, বিরোধী জোট যতই অঙ্ক কষুক কংগ্রেস একাই ফের ক্ষমতায় আসতে চলেছে। চতুর্থবারের জন্য রাজ্যের দায়িত্ব নিতে তিনি তৈরি। তাঁর মতে, ‘‘কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হিমন্তবিশ্ব শর্মার জন্যই বিজেপি ডুববে।’’
অন্য দিকে, ভোটের ফল ঘোষণার দিন যত এগোচ্ছে ততই বিরোধী জোটের মধ্যে ফাটল চোখে পড়ছে। প্রথম থেকে বলা হয়েছিল অগপ-বিজেপি-বিপিএফ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রদেশ বিজেপি সভাপতি সর্বানন্দ সোনোয়াল। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী, অগপ নেতা প্রফুল্ল মহন্ত জানান, জোট জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আগে কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। জেতার পরে আলোচনা করে তা ঠিক করা হবে। অগপ বিধায়ক উৎপল দত্ত বলেন, ‘‘সর্বানন্দ শুধুমাত্র বিজেপির ঘোষণা করা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।’’ অগপর একাধিক নেতার দাবি, রাজ্যে বিজেপির ভিত তেমন মজবুত নয়। তাই অগপকে পর্যাপ্ত গুরুত্ব দিয়ে বিজেপিকে সরকার গড়তে হবে। যদিও অগপ সভাপতি অতুল বরা বলেন, ‘‘এ নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ নেই। জোট গড়ে লড়তে নামার সময় থেকেই নেতৃত্ব সর্বানন্দ সোনোয়ালের হাতেই দেওয়া হয়েছিল। বিরোধী জোটের নেতা ঠিক করবে বিজেপি। জোট জিতলে সর্বানন্দই মুখ্যমন্ত্রী হবেন।’’