Advertisement
১২ জুন ২০২৪

নির্দেশ দেননি রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির নাম ভাসিয়ে দিয়ে রটছে গুজব। সেই গুজবকে ঢাল করে খুলে দেওয়া হচ্ছে মদের দোকান। অথচ বাস্তব হল, রাষ্ট্রপতি এমন নির্দেশ দেননি।এ কথা ঠিক যে, হাইওয়ের ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রপতির মাধ্যমেই আবেদন করার কথা ভাবছে কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০৩:৪৫
Share: Save:

রাষ্ট্রপতির নাম ভাসিয়ে দিয়ে রটছে গুজব। সেই গুজবকে ঢাল করে খুলে দেওয়া হচ্ছে মদের দোকান। অথচ বাস্তব হল, রাষ্ট্রপতি এমন নির্দেশ দেননি।

এ কথা ঠিক যে, হাইওয়ের ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রপতির মাধ্যমেই আবেদন করার কথা ভাবছে কেন্দ্র। সরকারি সূত্রের বক্তব্য, ‘প্রেসিডেন্সিয়াল রেফারেন্স’-এর আইনগত দিক নিয়ে ভাবনা চলছে।

আরও পড়ুন:প্রণববাবুর জন্য ইলিশ

সংবিধানের ১৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, কোনও আইনগত প্রশ্নে বা মানুষের স্বার্থসংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করতে পারেন। এ জন্য কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাতে হয়। তার আগে আবার একাধিক রাজ্যকে তার জন্য কেন্দ্রের কাছে লিখিত আবেদন জানাতে হয়। সুপ্রিম কোর্ট চাইলে রাষ্ট্রপতির প্রশ্নের জবাব না-ও দিতে পারে। এর আগে টু-জি মামলায় রাষ্ট্রপতির মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছিল, আদালত কী ভাবে সরকারের নীতিগত সিদ্ধান্তে নাক গলাতে পারে। কিন্তু এ বার সড়ক পরিবহণ মন্ত্রক মদ্যপান করে গাড়ি চালানো রোখারই পক্ষে। সেক্ষেত্রে বিকল্প হল হোটেল-বার ব্যবসায়ীরা সুপ্রিম কোর্টে পর্যালোচনার আবেদন জানালে তাতে সমর্থন দেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pranab Mukerjee President Presidential Reference
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE