E-Paper

বন্যার পঞ্জাবে শিবরাজ, সঙ্গী ক্যামেরা বিতর্ক

কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বুধবার পঞ্জাবের বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন। কংগ্রেসের দাবি, পঞ্জাবের বন্যাকে কাজে লাগিয়ে নিজের প্রচারের সুযোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৬
কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। —ফাইল চিত্র।

গাড়ির কনভয়। ছবি ও ভিডিয়ো তোলার জন্য আধডজন ক্যামেরা। কখনও তিনি রাস্তা থেকে নেমে কোমর জলে। কখনও ট্রাক্টরে। কখনও তিনি হাত নাড়ছেন। কখনও তিনি বন্যার জলে নেমে ফসলের গোড়া হাতে পরীক্ষা করছেন।

কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বুধবার পঞ্জাবের বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন। আজ কংগ্রেস দাবি তুলল, পঞ্জাবের বন্যাকে কাজে লাগিয়ে নিজের প্রচারের সুযোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত। শিবরাজ অবশ্য জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই পঞ্জাবের বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন।পঞ্জাবের বন্যায় বহু জেলায় গ্রামের সঙ্গে চাষের জমিও জলের তলায়। বৃহস্পতিবার কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান সেখানে গিয়েছিলেন। আজ কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা অভিযোগ তুলেছেন, ‘‘মানবিকতাকে লজ্জায় ফেলেছেন কৃষিমন্ত্রী। বহু মানুষ প্রাণ হারিয়েছেন বন্যায়। অথচ বিজেপির কৃষিমন্ত্রী ডজনখানেক ক্যামেরা নিয়ে ছবির জন্য বিভিন্ন ভঙ্গিমা করছেন। ওঁর কি এখনই ইস্তফা দেওয়া উচিত নয়?” শিবরাজের পাল্টা যুক্তি, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি বাস্তব পরিস্থিতি বুঝতে পঞ্জাবে গিয়েছিলেন। ফসল নষ্ট হয়েছে। বন্যা কবলিত এলাকায় পুনর্নির্মাণের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে হবে।

শিবরাজ বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব। কেন্দ্রীয় সরকার পঞ্জাবের মানুষ ও কৃষকের পাশে রয়েছে। রাজ্য সরকারকেও স্থানীয় স্তরে কাজ করতে হবে। বন্যার জল সরলে রোগ ছড়াবে। চাষের জমিতে পলি পড়েছে। তা সরাতে হবে। অটলবিহারী বাজপেয়ী ও প্রকাশ সিংহ বাদলের সময় বিতস্তা, শতদ্রুর মতো নদীতে বাঁধ উঁচু করা হয়েছিল। অবৈধ খননের ফলে তা দুর্বল হয়ে গিয়েছে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Shivraj Singh Chouhan Punjab BJP Congress Central Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy