Advertisement
০৩ মে ২০২৪

হাফলঙে বিজেপির ১২ দাবিদার

আগামী বছর রাজ্যে বিধান সভা ভোট। শুরু হয়েছে প্রস্তুতি। শাসক কংগ্রেস দলের টিকিটের পাশাপাশি বিজেপির টিকিটের চাহিদাও খুব। অন্তত এই জেলার একমাত্র বিধানসভা আসনের দাবিদারের সংখ্যা অনেক, জেলা সভাপতি থেকে সম্পাদক, সবাই টিকিটের দাবিদার।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০৩:৩১
Share: Save:

আগামী বছর রাজ্যে বিধান সভা ভোট। শুরু হয়েছে প্রস্তুতি।

শাসক কংগ্রেস দলের টিকিটের পাশাপাশি বিজেপির টিকিটের চাহিদাও খুব। অন্তত এই জেলার একমাত্র বিধানসভা আসনের দাবিদারের সংখ্যা অনেক, জেলা সভাপতি থেকে সম্পাদক, সবাই টিকিটের দাবিদার। জেলা বিজেপির তরফে ১২ জন দাবিদারের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির কাছে।

জেলা বিজেপি নেতা গোপীনাথ গারলসা বলেন, ‘‘বিধানসভা ভোটের জন্য জেলা বিজেপি ১২ জনের তালিকা করে রাজ্য কমিটিতে পাঠানো হয়েছে।’’ এই তালিকাতে তাঁর নামও আছে বলে গোপীনাথবাবু জানান। দৌড়ে রয়েছেন বিজেপি জেলা সভাপতি বীরভদ্র হাগজার, প্রাক্তন জেলা সভাপতি হামজানন লাংথাসা, দিলিচরন নাইডিং, আথং লিয়েনথাং, মালতী লাংথাসা, কিদেউলুংলে জেমি, দেথাং নাইডিং, সুরজ নাইডিং, বিপানন কেম্প্রাই, যুগেন্দ্র লাংথাসা, বসেন নাইডিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haflong Controversy Assembly election congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE