গাজ়িয়াবাদের রাস্তায় আচমকাই বাইকের সামনে এসে পড়ে একটি কুকুর। তাকে বাঁচাতে গিয়ে দু’চাকা থেকে পড়ে যান সওয়ার মহিলা পুলিশকর্মী। পুলিশ জানিয়েছে, সে সময় তাঁকে পিষে দিয়ে চলে যায় একটি গাড়ি। হাসপাতালে নিয়ে গেলে রিচা সাচান নামে ওই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ডিউটি সেরে কবিনগর থানা থেকে বাড়ি ফিরছিলেন ২৫ বছরের রিচা। কবি নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর বর্মা জানান, রিচার বাইকের সামনে একটি কুকুর চলে এসেছিল। তাকে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। সে সময় পিছন থেকে একটি গাড়ি এসে চাপা দেয় রিচাকে। তাঁর মাথায় হেলমেট থাকলেও গুরুতর জখম হন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। রিচাকে কাছের এক হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে সাব-ইনস্পেক্টর পদে নিযুক্ত হন রিচা। শাস্ত্রীনগর আউটপোস্টের দায়িত্বে ছিলেন তিনি। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। রিচার পরিবার জানিয়েছে, আগামী বছর তাঁর বিয়ের পরিকল্পনা করছিল তারা। ময়নাতদন্তের পরে রিচার দেহ নিজেদের গ্রামে নিয়ে যায় পরিবার। গাজ়িয়াবাদ পুলিশের তরফে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়েছে রিচাকে।