গত কয়েক দিন ধরে আশা জাগিয়েও বৃহস্পতিবার একটু হলেও চিন্তা বাড়াল দৈনিক নতুন সংক্রমণ। অগস্টের শুরুক ক’দিন ৫২-৫৪ হাজারের গণ্ডিতে ঘোরাফেরার পর নতুন সংক্রমণ ৬০ হাজার ছাড়িয়েছিল। গত কয়েক দিন ৬০-৬২ হাজারের গণ্ডিতেই ঘোরাফেরা করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু আজ তা পৌঁছে গেল ৬৭ হাজারে। তবে দেশে করোনা পরীক্ষার সংখ্যাও অনেকটাই বেড়েছে শেষ তিন দিনে। সংক্রমণ হারও নয় শতাংশের নীচেই রয়েছে। সেই সঙ্গে আক্রান্ত রোগীর সুস্থ হয়ে ওঠার হার ৭০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬ হাজার ৯৯৯ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৫ হাজার ৮০৭ ও ৬৭ হাজার ৬০৫ জন। প্রায় ৬৭ হাজার বৃদ্ধির জেরে ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৭ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫১ লক্ষ ৫৭ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩১ লক্ষ ৬৪ হাজার।