গোটা দেশে আপাতত লকডাউন। কিন্তু তাও কিছু মানুষ হয় প্রয়োজনের তাগিদে নয়তো লকডাউনের গুরুত্ব না বুঝেই বেরিয়ে পড়ছেন রাস্তায়। তাদের নানান ভাবে আটকানোর চেষ্টা করছে পুলিশ, প্রশাসন। এর মধ্যেই এ বার অন্য রকম পন্থা নিতে দেখা গেল চেন্নাইয়ের এক পুলিশ কর্মীকে।
লকডাউনের সময় পথ চলতি মানুষকে করোনাভাইরাস সেজে সতর্ক করেছেন এক পুলিশ কর্মী। একটি হেলমেটকে করোনাভাইরাসের মতো করে সাজিয়েছেন। সেটি পরেই মানুষকে বাইরে বেরতে বারণ করছেন, তাঁদের বোঝাচ্ছেন লকডাউনের গুরুত্ব।
আর এক নেটাগরিক ওই পুলিশ কর্মীর আরও একটি ভিডিয়ো পোস্ট করেছেন কমেন্ট বক্সে। সেখানে তাঁকে এক দোকানের সামনে দেখা যাচ্ছে। মানুষকে বোঝাচ্ছেন কেন দূরত্ব বজায় রাখতে হবে। করোনাভাইরাস আক্রান্ত কারও সংস্পর্শে এলেই বিপদ।