Advertisement
০৪ মে ২০২৪
Coronavirus

Coronavirus in India: দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমল, কিছুটা কম করোনায় মৃতের সংখ্যাও

কমেছে মোট সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে এই মুহূর্তে ৭৫ হাজার ৮৪১ জন সক্রিয় রোগী রয়েছেন।

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১১:১৩
Share: Save:

ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে জানানো হয়ছে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ছ’হাজার ৫৩১ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। সেরে উঠেছেন সাত হাজার ১৪১ জন। তবে করোনার সার্বিক সংক্রমণ কমলেও ওমিক্রন রূপে আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশে এই মুহূর্তে মোট ওমিক্রন আক্রান্ত ৫৭৮ জন। এঁদের মধ্যে ১৫১ জন সুস্থ হয়ে উঠেছেন।

রবিবারের দেশে সাত হাজার ১৮৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৩৮৭ জনের। সোমবার দু’টি ক্ষেত্রেই সংখ্যাটা কমেছে। দৈনিক মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ৩১৫। কমেছে মোট সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে এই মুহূর্তে ৭৫ হাজার ৮৪১ জন সক্রিয় রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে সাত লক্ষ ৫২ হাজার ৯৩৫ জনের। টিকা দেওয়া হয়েছে ২৯ লক্ষ ৯৩ হাজার ২৮৩ জনকে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ০.৬৫শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনের করোনা পরীক্ষায় ৬৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE