Advertisement
২৬ এপ্রিল ২০২৪
COVID 19

Covid 19: দেশে আরও কমল দৈনিক সংক্রমণ, তবে মৃত্যুর সংখ্যা ফের চারশো ছাড়াল

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। শনিবারের তুলনায় ১০.১৮ শতাংশ কম।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১০:৩৭
Share: Save:

আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। যা শনিবারের তুলনায় ১০.১৮ শতাংশ কম। তবে মৃত্যুর সংখ্যায় ওঠানামার খেলা চলছেই। শনিবার এক ধাক্কায় চারশোর নীচে নেমে গিয়েছিল সেই সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় তা আবার বেড়ে ৪০৩ হয়েছে।

কেরল নিয়ে এখনও চিন্তা রয়েই গিয়েছে কেন্দ্রের। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমণের ৫০ শতাংশেরও বেশি হয়েছে এই রাজ্য থেকে। ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। তার পরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৫।

দেশে সংক্রমণের হারেও উন্নতি দেখা গিয়েছে। গত ২৭ দিন ধরে সংক্রমণের হার রয়েছে ২ শতাংশের নীচে। রবিবার তা আরও কমে হয়েছে ১.৯৫ শতাংশ।

৫৮ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫২ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে দেশ জুড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID 19 maharashtra kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE