করোনার নতুন ঢেউয়ে বেসামাল মহারাষ্ট্র। রোজই সেখানে বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৭ জন। চলতি বছরে দৈনিক আক্রান্তের নিরিখে এটাই সর্বোচ্চ। মহারাষ্ট্রের বেলাগাম পরিস্থিতি দেশের দৈনিক আক্রান্তকে ফের পৌঁছে দিয়েছে ২৫ হাজারের দোরগোড়ায়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার ৭২৮ জন। দেশের দৈনিক মৃত্যুও শনিবার পৌঁছেছে ১৪০-এ। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১ লক্ষ ৫৮ হাজার ৪৪৬ জনের। দেশে মৃত্যুর হার ১.৪ শতাংশ।
মহারাষ্ট্রে আক্রান্ত বাড়লেও গত ক’দিনে কেরলের দৈনিক সংক্রমণ কমেছে। শনিবার তা ১ হাজার ৭৮০। কিন্তু পঞ্জাবে দৈনিক সংক্রমণ এই সপ্তাহ জুড়েই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৪০৮ জন। পাশাপাশি কর্নাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাত, হরিয়ানাতেও বেড়েছে দৈনিক আক্রান্ত।