Advertisement
০৫ মে ২০২৪
Coronavirus in India

টানা দু’দিন দৈনিক মৃত্যু ছাড়াল ৪ হাজারের গণ্ডি, ২৪ ঘণ্টায় সংক্রমিত সাড়ে ৩ লক্ষেরও বেশি

দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা গত চারদিন ধরেই সাড়ে তিন লক্ষের আশপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০২১ ০৯:৪২
Share: Save:

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত চারদিন ধরেই সাড়ে তিন লক্ষের আশপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন। মঙ্গলবারের মতো দেশে দৈনিক মৃত্যু বুধবারও ৪ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। কোভিডের জেরে দেশে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জনের।

আক্রান্তদের মধ্যে বড় একটা অংশ সুস্থও হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি কোভিড রোগী। এই সুস্থ হওয়ার জেরে সক্রিয় রোগীর বৃদ্ধির আগের তুলনায় একটু হলেও কম। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ৬ হাজার ৪২৬ জন। তবে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা এখনও ৩৭ লক্ষের বেশি।

দেশে বিভিন্ন রাজ্যে টিকার অভাব দিয়েছে। সে জন্য টিকাকরণ কর্মসূচি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। গত ২৪ ঘ ণ্টায় দেশে টিকা দেওয়া হয়েছে ১৯ লক্ষ ৭৮ হাজার ২৬৫ জনকে। এ নিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৭ কোটি ৭২ লক্ষের বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE