Advertisement
০৬ মে ২০২৪
Coronavirus

আবার বাড়ছে করোনা! চার মাস পর দৈনিক কোভিড সংক্রমণ ৭০০ ছাড়াল দেশে, মৃত্যুও হল রোগীর

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত নভেম্বরে শেষ বার দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা নেমে সাতশোয় ঠেকেছিল। সংখ্যাটা হঠাৎই বাড়তে শুরু করেছে।

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১২:১০
Share: Save:

ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। সরকারি হিসাবে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৭৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি, কর্নাটকে মৃত্যুও হয়েছে এক করোনা আক্রান্ত রোগীর।

শেষ বার গত নভেম্বরে দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৭০০ ছুঁয়েছিল দেশে। ২০২২ সালের ১২ নভেম্বর করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৪। কিন্তু তখন সংক্রমণ কমছিল। অর্থাৎ, করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৭৩৪-এ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব দেখে বোঝা যাচ্ছে আপাতত দেশের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত কয়েক দিনে নিয়মিত বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যাও নেহাত কম নয়। কেন্দ্রীয় সরকারের হিসাবে এখনও দেশে ৪৬২৩ জন করোনা রোগী রয়েছেন।

শীত থেকে গরম—এই আবহাওয়া পরিবর্তনের সময়ে প্রতিবছরই অসুস্থতা বাড়ে। কিন্তু গত কয়েক মাসে বাড়তে শুরু করেছে এক ধরনের নাছোড় জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যাও। এর পাশাপাশি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে শিশুরাও। এর মধ্যেই করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। এ দিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যে জানা গিয়েছে, বিদেশি পর্যটকদের শরীরেও করোনার উপস্থিতি পাওয়া যাচ্ছে প্রায়ই। বুধবারও অস্ট্রেলিয়া থেকে রাজস্থানে বেড়াতে আসা চার পর্যটকের শরীরে পাওয়া গিয়েছি করোনা ভাইরাসের উপস্থিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE