কাল শুক্রবার দেশ জুড়ে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচি। টিকাকরণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৩ হাজার কেন্দ্রে প্রথম দিন ৩ লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে, জানিয়েছেন দেশের টিকা সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রধান তথা নীতি আয়োগের সদস্য ভি কে পল।
জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’। ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে সেই টিকা। যথাযথ পদ্ধতিতে কোল্ড স্টোরেজগুলিতে সংরক্ষিত রাখা হয়েছে সেই টিকা। প্রস্তুত টিকাকেন্দ্রগুলিও। এ বার চূড়ান্ত পর্বের অপেক্ষা।
ভি কে পল বলেন, “টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। শেষ মুহূর্তে আরও খুঁটিনাটি বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’’ তিনি জানিয়েছেন, দেশের ৩ হাজার কেন্দ্রের প্রতিটিতে প্রথম দিন প্রথম সারির কোভিড যোদ্ধাদের ১০০ জনকে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে আগামী কয়েক মাসে মোট ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি শেষ করা হবে।” পাশাপাশি টিকা কেন্দ্রের সংখ্যা এবং প্রতিটি কেন্দ্রে টিকাদানের সংখ্যাও বাড়ানো হবে ধাপে ধাপে।