Advertisement
১১ মে ২০২৪
COVID-19

Covid-19: করোনা আবহে বাংলা, বিহারের মধ্যে একাধিক ট্রেন বাতিল করছে রেল, দেখে নিন তালিকা

পূর্ব-মধ্য রেলওয়ের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সব ট্রেন বন্ধ থাকবে বলেই জানিয়েছে রেল।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১০:৫৩
Share: Save:

করোনার দ্বিতীয় তরঙ্গে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। এ বার পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে চলাচলকারী একাধিক স্পেশ্যাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। পূর্ব-মধ্য রেলওয়ের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বলা হয়েছে, ২৩ মে থেকেই বেশিরভাগ ট্রেন বাতিল করা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সব ট্রেন বন্ধ থাকবে বলেই জানিয়েছে রেল।

কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে, তার তালিকা-

• ধানবাদ-রাঁচি এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• রাঁচি-ধানবাদ এক্সপ্রেস স্পেশ্যাল (২৪ মে থেকে বাতিল)

• ধানবাদ-হাওড়া এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• হাওড়া-ধানবাদ এক্সপ্রেস স্পেশ্যাল (২৪ মে থেকে বাতিল)

• মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস স্পেশ্যাল (২৫ মে থেকে বাতিল)

• হাওড়া-মুজফ্ফরপুর এক্সপ্রেস স্পেশ্যাল (২৬ মে থেকে বাতিল)

• ধানবাদ-গয়া এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• গয়া-ধানবাদ এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• রাঁচি-দেওঘর এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• দেওঘর-রাঁচি এক্সপ্রেস স্পেশ্যাল (২৪ মে থেকে বাতিল)

• জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস স্পেশ্যাল (২৪ মে থেকে বাতিল)

• ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস স্পেশ্যাল (২৫ মে থেকে বাতিল)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train Cancel COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE