Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Vaccine

Covid-19: ‘তেমন ক্ষতি হবে না শরীরের’, উত্তরপ্রদেশে দু’বার দু’রকম টিকা নিয়ে ‘ব্যাখ্যা’ কেন্দ্রের

নেপাল সীমান্ত ঘেঁষা সিদ্ধার্থনগর জেলার একটি গ্রামের ২০ জন বাসিন্দাকে প্রথম বার কোভিশিল্ড, দ্বিতীয় বার কোভ্যাক্সিন দেওয়া হয়েছে বলে অভিযোগ।

দু’বার দু’রকম টিকার শংসাপত্র দেখাচ্ছেন সিদ্ধার্থনগরের ভুক্তভোগীরা।

দু’বার দু’রকম টিকার শংসাপত্র দেখাচ্ছেন সিদ্ধার্থনগরের ভুক্তভোগীরা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১৮:২৮
Share: Save:

দু’বার দু’রকম টিকা দেওয়া হলেও শরীরে তার বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা নেই। উত্তরপ্রদেশের টিকা-কাণ্ড নিয়ে বৃহস্পতিবার এমনই ‘ব্যাখ্যা’ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা টিকা সম্পর্কিত জাতীয় বিশেষজ্ঞ কমিটি(এনইজিভিএসি)-র চেয়ারম্যান তথা নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ভি কে পাল বলেছেন, ‘‘বিষয়টি আমরা খতিয়ে দেখব। আরও বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। তবে দু’বার দু’রকম টিকা দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির গুরুতর কোনও শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই।’’

তাৎপর্যপূর্ণ ভাবে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) সন্দীপ চৌধুরীও সম্প্রতি দাবি করেছিলেন, ভুলবশত যাঁদের ২ রকম টিকা দেওয়া হয়েছে, রাজ্য স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের একটি দল তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করেছে। দু’রকম টিকা নেওয়া সকলেই সুস্থ আছেন। কারও শরীরে কোনও সমস্যা নেই।

নেপাল সীমান্ত ঘেঁষা সিদ্ধার্থনগর জেলার একটি গ্রামের অন্তত ২০ জন বাসিন্দাকে দু’বার দু’রকমের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে। এপ্রিল মাসের গোড়ায় প্রথম বার কোভিশিল্ড দেওয়া হলেও, দ্বিতীয় বার তাঁদের কোভ্যাক্সিন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জনা কুড়ি গ্রামবাসী। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে তাঁদের অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE