বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানে জঙ্গির মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশার মেঘ কাটেনি। তার মধ্যেই এ বার ‘অভিনব’ তথ্য দিয়ে বেজায় অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তথ্য মোদীর মন্তব্যের নির্যাস, তিনিই সেনাকর্তাদের বলেছিলেন, আকাশ মেঘলা থাকায় ভারতীয় বায়ুসেনার বিমান পাকিস্তানের রেডার ধরতে পারবে না। মোদীর এই ‘মেঘতত্ত্ব’ সামনে আসার পরই টুইটারে ব্যাপক শোরগোল। আমজনতা থেকে রাজনৈতিক নেতা, মোদীর এই বক্তব্যের সমালোচনা করেছেন। কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়েননি অনেকে। বিষয়টি এমন পর্যায়ে যায় যে, বিজেপির পক্ষ থেকে টুইট করেও তা তুলে নেওয়া হয়। তবে তার স্ক্রিন শট এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর থেকেই ভারত-পাক সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। তার রেশ ধরেই গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশে ঢুকে বালাকোটে জঙ্গি ঘাঁটিতে বোমা ফেলে আসে ভারতীয় বায়ুসেনা। একটি বেসরকারি টিভি চ্যানেলে নিয়ে এই ঘটনা নিয়েই এই মেঘলা আকাশের তত্ব এবং তথ্য দেন।
ঠিক কী বলেছেন মোদী? সাক্ষাৎকারে মোদীর বক্তব্য, ‘‘হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে যায় (২৬ জানুয়ারি বালাকোটে হামলা চালানোর দিন)। আকাশে মেঘ ছিল... ভারী বৃষ্টি হয়েছিল। সন্দেহ ছিল আমরা (বায়ুসেনার যুদ্ধবিমান) মেঘের মধ্যে দিতে যেতে পারব কিনা। পর্যালোচনার সময় (বালাকোটে অভিযান) মোটের উপর মতামত ছিল, দিনক্ষণ পিছিয়ে দেওয়া যেতে পারে কিনা। আমার মনে দু’টি বিষয় ছিল। এক, গোপনীয়তা..., দ্বিতীয়ত, আমি বলেছিলাম, আমি বিজ্ঞানী নই।’’