Advertisement
১৮ এপ্রিল ২০২৪

রাজ্যসভায় ভোটের অঙ্কে বেবাক রহস্য!

এনডিএর এক শরিক অনুপস্থিত থাকলে বিরোধী শিবির থেকে সরকারের পক্ষে ক্রস ভোট করলেন কে? আরজেডি সাংসদ, প্রবীণ আইনজীবী রাম জেঠমলানী নন তো, এমন সংশয় অনেকের মনে। 

দায়িত্ব নেওয়ার পর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, বাঁ দিকে। ছবি: পিটিআই।

দায়িত্ব নেওয়ার পর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, বাঁ দিকে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০৩:২২
Share: Save:

অঙ্ক বিভ্রাট!

কংগ্রেসের বি কে হরিপ্রসাদকে হারিয়ে জেডিইউয়ের হরিবংশ নায়ারণ সিংহ জিতলেও ভোটের সংখ্যা নিয়ে দিনভর চলল রহস্য। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে প্রথম বার ভোটে স্ক্রিনের সংখ্যায় গুলিয়ে গেল সব অঙ্ক। নতুন করে ভোটের নির্দেশ দিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। তাতে স্ক্রিনে ফুটে উঠল হরিবংশের পক্ষে ১২২, হরিপ্রসাদের ৯৮। দু’জন ভোটদানে বিরত। তাঁরা জগনের দলের সাংসদ। যাঁরা ভুল বোতাম টিপেছিলেন, তাঁদের হাতে স্লিপ ধরানো হল। সব গুণে বেঙ্কাইয়া অবশেষে ঘোষণা করলেন হরিবংশের পক্ষে ১২৫, হরিপ্রসাদ ১০৫। অর্থাৎ, দু’জনেরই সেঞ্চুরি।

রহস্য আরও বাড়ল। ২৪৫ আসনের রাজ্যসভায় একটি আসন শূন্য। ফলে ২৪৪ জনের মধ্যে উভয়ের ভোট যোগ করলে দাঁড়ায় ২৩০। জগনের দুই সাংসদ ধরলে ২৩২। মানে বাকি ১২ জন ভোট দিতে আসেননি। কিন্তু তৃণমূলের কেডি সিংহ, মানস ভুইঁয়া, কংগ্রেসের ৩, সপা-র ৩, ডিএমকের ২, আপের ৩, পিডিপির ২ এবং এনডিএর শরিক এনপিএফ-এর ১ ধরলে অনুপস্থিতির সংখ্যা তো ১৬। তা হলে? রাতে রাজ্যসভা জানাল, হরিপ্রসাদের সংখ্যাটি ১০৫ নয়, ১০১ হবে। তাতেও রহস্য! হরিবংশের ১২৫টি ভোটই পাওয়ার কথা। এনডিএর এক শরিক অনুপস্থিত থাকলে বিরোধী শিবির থেকে সরকারের পক্ষে ক্রস ভোট করলেন কে? আরজেডি সাংসদ, প্রবীণ আইনজীবী রাম জেঠমলানী নন তো, এমন সংশয় অনেকের মনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cross Voting Upper House Deputy Chairman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE