Advertisement
০৪ মে ২০২৪

উনায় আন্দোলনের বার্তা দলিতদের

কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আগেও। কাজের কাজ হয়নি কিছুই। এই সোমবারও স্বাধীনতা দিবসে সমাজের তাঁদের ন্যায্য অধিকার দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সে সবে গুজরাতের উনার দলিত সম্প্রদায়ের মানুষ কান তো দিলই না, উল্টে তাঁদের স্পষ্ট বার্তা, এক মাসের মধ্যে অধিকার না পেলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

ছবি:পিটিআই

ছবি:পিটিআই

সংবাদ সংস্থা
উনা (গুজরাত) শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৬ ০১:১৯
Share: Save:

কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আগেও। কাজের কাজ হয়নি কিছুই। এই সোমবারও স্বাধীনতা দিবসে সমাজের তাঁদের ন্যায্য অধিকার দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সে সবে গুজরাতের উনার দলিত সম্প্রদায়ের মানুষ কান তো দিলই না, উল্টে তাঁদের স্পষ্ট বার্তা, এক মাসের মধ্যে অধিকার না পেলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

এ দিন উনার একটি সরকারি স্কুল লাগোয়া মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের হাজার হাজার দলিতের সঙ্গে সেই সমাবেশে ছিলেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের আত্মঘাতী ছাত্র রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমার। পতাকা উত্তোলন করেন রাধিকাই। এ দিনের সমাবেশে বক্তব্য রাখেন রাধিকা, কানহাইয়া-সহ অনেকেই। উঠে আসে সমাজে দলিতদের অবহেলা থেকে গো-রক্ষকের হাতে দলিত অত্যাচারের কথাও। গত মাসে গো-হত্যার দায়ে চার দলিত যুবককে উলঙ্গ করে গাড়ির সঙ্গে বেঁধে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুঁসছে উনার দলিত সম্প্রদায়। গো-রক্ষকদের দলিত নিগ্রহের বিভিন্ন ঘটনা সামনে আসায় গত মাসের শুরু থেকেই গুজরাতের বিভিন্ন এলাকায় প্রতিবাদে নেমেছেন দলিতরা। স্বাধীনতা দিবসেও শোনা গেল সেই একই সুর। এ দিন তাঁদের বক্তব্য, সরকারের গালভরা প্রতিশ্রুতি শুনতে শুনতে তাঁরা ক্লান্ত। শুধু তাই নয়, এ বার থেকে রাজ্যে মৃত গরু সরিয়ে নিয়ে যাওয়া বা সেগুলির ছাল ছাড়ানোর মতো কাজ তাঁরা আর করবেন না। অনুষ্ঠানের পরে উনা থেকে আমদাবাদ পর্যন্ত মিছিলও করেন তাঁরা। তাতে যোগ দেন উনা ও রাজ্যের অন্যান্য এলাকার মুসলিমরা। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, কেন্দ্রীয় সরকার দলিত কৃষকদের জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সেই জমি বরাদ্দ হলেও এখনও কেউ-ই তা হাতে পায়নি। এক মাসের মধ্যে কৃষকেরা ওই জমি না পেলে বৃহত্তর আন্দোলনে নামার বার্তাও
দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dalit Independence Day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE