বিহারে এক নর্তকীকে তুলে নিয়ে গিয়ে তাঁর স্বামীর সামনে গণধর্ষণের অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে পটনার অদূরে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, একটি অনুষ্ঠান সেরে স্বামীর সঙ্গে ফিরছিলেন। রাস্তা চিনতে না পারায় তিন যুবককে জিজ্ঞাসা করেন কোন দিকে গেলে স্টেশনে যাওয়ার মূল রাস্তা পাবেন। অভিযোগ, তখন তিন যুবক তাঁদের পথ দেখানোর নামে মোটরসাইকেলে তোলেন। তার পর একটি নির্জন জায়গায় নিয়ে যান। অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে নর্তকীর স্বামীকে মারধর করেন। শুধু তা-ই নয়, তাঁর সামনে স্ত্রীকে ধর্ষণ করেন ওই তিন জন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শাহপুর ডেরা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। দানাপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভানুপ্রতাপ সিংহ বলেন, ‘‘দিঘওয়ারা রেলস্টেশনে যাওয়ার কথা ছিল নর্তকী এবং তাঁর স্বামীর। রাস্তা চিনতে পারছিলেন না। তখন রাস্তায় তিন যুবককে জিজ্ঞাসা করেন। ওই তিন জন তাঁদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। নর্তকীর স্বামীকে বেঁধে রেখে তাঁর সামনেই নর্তকীকে ধর্ষণ করা হয়। তার পর অভিযুক্তেরা পালিয়ে যান।’’
নির্যাতিতার বয়ানের ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় জনের খোঁজ চলছে।