Advertisement
০৪ মে ২০২৪
রায় বিশেষ আদালতের

এয়ারসেল মামলায় মুক্ত মরান ভাইয়েরা

দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মরান। এয়ারসেল-ম্যাক্সিস মামলায় দয়ানিধি ও তাঁর দাদা কলানিধি মরানকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন টু-জি কেলেঙ্কারি মামলার জন্য গঠিত বিশেষ আদালতের বিচারপতি ও পি সাইনি।

দয়ানিধি মরান

দয়ানিধি মরান

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৬
Share: Save:

দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মরান। এয়ারসেল-ম্যাক্সিস মামলায় দয়ানিধি ও তাঁর দাদা কলানিধি মরানকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন টু-জি কেলেঙ্কারি মামলার জন্য গঠিত বিশেষ আদালতের বিচারপতি ও পি সাইনি। মরান ভাইদের পাশাপা‌শি কলানিধির স্ত্রী কাবেরী, এসএএফএল-এর এমডি কে ষণ্মুগম এবং এসএএফএল ও এসডিটিপিএল-কেও সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আদালত।

তবে এ দিনের রায়ে স্বস্তি মেলেনি এই মামলায় অন্যতম অভিযুক্ত দুই মালয়েশীয় নাগরিক র‌্যালফ মার্শাল ও টি আনন্দকৃষ্ণনের।
এয়ারসেল-ম্যাক্সিস কেলেঙ্কারিতে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দায়ের করা দু’টি পৃথক মামলার শুনানি হয়েছে বিশেষ আদালতে। বিশেষ আদালতের এ দিনের রায়ের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে বলে একটি সূত্রে জানানো হয়েছে।

সিবিআইয়ের অভিযোগ ছিল, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী হিসেবে এয়ারসেল-ম্যাক্সিস বেচাকেনায় প্রভাব খাটিয়েছিলেন দয়ানিধি মরান। দয়ানিধি-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় অভিযোগ দায়ের করেছিল তারা। অন্য দিকে, চার্জশিটে ইডি দাবি করেছিল, এয়ারসেল-ম্যাক্সিস কেলেঙ্কারিতে ৭৪২ কোটি ৫৮ লক্ষ টাকা তছরুপে অন্যদের সঙ্গে জড়িত ছিলেন মরান ভাইয়েরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dayanidhi Maran Aircel-Maxis case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE