হড়পা বানে বুধবার তলিয়ে গিয়েছিলেন অন্তত ২০ জন শ্রমিক। ২৪ ঘণ্টার বেশি কেটে গিয়েছে এখনও সাত জন শ্রমিক নিখোঁজ। বৃহস্পতিবার আরও দুই শ্রমিকের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। আচমকা মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ।
বুধবার মেঘভাঙা বৃষ্টি হয় হিমাচল প্রদেশের কুলু এবং কাংড়া জেলার বিস্তীর্ণ এলাকায়। এর জেরে পর পর একাধিক হড়পা বান আসে। খানিয়ারা গ্রামের মানুনি খাদে জল বেড়ে যায়। কাংড়ায় ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় অন্তত ২০ জন শ্রমিক তলিয়ে যান। দুর্যোগের খবর পেয়েই ঘটনাস্থলে যায় জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর, ডেপুটি কমিশনারের দফতর থেকে একে জরুরি পরিস্থিতি হিসাবে ঘোষণাও করা হয়। প্রতিকূল পরিস্থিতির মধ্যে উদ্ধার কাজ চলে। বৃহস্পতিবার কাংড়ার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানান, মৃতদের মধ্যে দু’জন জম্মু ও কাশ্মীরের এবং দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা।
আরও পড়ুন:
কুলু জেলার সৈঞ্জ উপত্যকাতেও বুধবার পর পর তিনটি মেঘভাঙা বৃষ্টি হয়েছে। মণ্ডীতে তার পর চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। কিন্তু কাংড়ায় দুর্ঘটনা এড়ানো এড়ানো যায়নি। নিখোঁজ সাত জনের খোঁজ চলছে বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন।