স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বীরত্বের পুরস্কার ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক। ‘অপারেশন সিঁদুর’ এবং তার পরে হওয়া ভারত-পাক সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সামরিক অফিসারেরা রয়েছেন এ বারের তালিকায়। বায়ুসেনার যে পাইলটেরা পাক ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিলেন, যাঁরা এস-৪০০ এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা চালনা করে আকাশপথে পাকিস্তানের হামলা প্রতিহত করেছিলেন, এমন ২৬ জনকে বায়ুসেনা পদক দেওয়া হচ্ছে। এই পাইলটদের মধ্যে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন ওমর ব্রাউন এবং স্কোয়াড্রন লিডার মিহির বিবেক চৌধরি— যথাক্রমে প্রাক্তন দুই বায়ুসেনা প্রধান, নরমান অনিল কুমার ব্রাউন এবং বিবেক রাম চৌধরির পুত্র।
পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতে দুই দেশের ডিজিএমও-র মধ্যে আলোচনায় ‘সিঁদুর’-পরবর্তী সংঘর্ষবিরতি হয়েছে বলে ভারত সরকার জানিয়েছিল। বর্তমান ডিজিএমও, লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, বায়ুসেনার উপ-প্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি, পশ্চিমাঞ্চলীয় এয়ার কমান্ডার এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ডিজি এয়ার অপারেশনস এয়ার মার্শাল অবধেশ ভারতী, নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান হিসেবে সদ্য অবসর নেওয়া ভাইস অ্যাডমিরাল এস জে সিংহ সর্বোত্তম যুদ্ধ সেবা পদক পাবেন। উপ-নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতি পাবেন উত্তম যুদ্ধ সেবা পদক। বায়ুসেনার ১৩ জন অফিসার পাবেন ‘যুদ্ধ সেবা পদক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)