Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Offset Clause

রাফাল-খ্যাত শর্তই বিসর্জন নয়া নীতিতে

এত দিন বিদেশি সংস্থার থেকে যুদ্ধাস্ত্র বা প্রতিরক্ষা সরঞ্জাম কেনা হলে, বিদেশি সংস্থাগুলিকে চুক্তি-মূল্যের প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ দেশে লগ্নি করতে হত।

রাফাল যুদ্ধবিমান।

রাফাল যুদ্ধবিমান।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:০২
Share: Save:

একেবারে ঢাকি সুদ্ধ বিসর্জন!

রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তির ‘অফসেট’ শর্তকে রাহুল গাঁধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হাতিয়ার করতে চেয়েছিলেন। দিন কয়েক আগে সিএজি রাফাল চুক্তির সেই ‘অফসেট’ শর্ত পূরণ হয়নি বলেই কেন্দ্রের দিকে আঙুল তুলেছে।

এ বার যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে ‘অফসেট’ শর্তই ছেঁটে ফেলল মোদী সরকার। এত দিন বিদেশি সংস্থার থেকে যুদ্ধাস্ত্র বা প্রতিরক্ষা সরঞ্জাম কেনা হলে, বিদেশি সংস্থাগুলিকে চুক্তি-মূল্যের প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ দেশে লগ্নি করতে হত। যাতে দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ে। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নতুন যুদ্ধাস্ত্র কেনার প্রক্রিয়া প্রকাশ্যে এনেছে। তাতে ‘অফসেট’ শর্ত বাদ।

প্রতিরক্ষা মন্ত্রকের ডিজি (অধিগ্রহণ) অপূর্ব চন্দ্র বলেন, কিছু শর্ত বাদ দেওয়া হয়েছে। কারণ, তা পূরণ করা যাচ্ছে না। এখন থেকে দুই সরকারের মধ্যে চুক্তিতে বা একটি মাত্র সংস্থার থেকেই যুদ্ধাস্ত্র কেনা হলে এই শর্ত থাকবে না। তবে অন্যান্য ক্ষেত্রে এই শর্ত থাকবে। ২০১৬-তে মোদী সরকার ফ্রান্সের সঙ্গে প্রায় ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সই করে। রাফাল নির্মাতা দাসো-র সেই চুক্তিমূল্যের ৫০ শতাংশ বা ৩০ হাজার কোটি টাকার বরাত কোনও ভারতীয় সংস্থাকে দেওয়ার কথা ছিল। রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের বদলে অনিল অম্বানীর সংস্থা সেই বরাত পাওয়ায় রাহুল মোদীর দিকে দুর্নীতির অভিযোগ তোলেন। সিএজি তার রিপোর্টে বলেছে, রাফাল চুক্তির শর্ত পূরণ করতে দাসো ডিআরডিও-কে উন্নত মানের প্রযুক্তি দেবে বলে কথা ছিল। এখনও সেই শর্ত পূরণ হয়নি। নতুন নীতিতে সেই শর্তই বাদ পড়ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Offset Clause Rafale
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE