Advertisement
২০ এপ্রিল ২০২৪

ছাত্রদের ফোটোকপি, সায় প্রকাশনা সংস্থার

পাঠ্য বইয়ের ফোটোকপি বিক্রি করা নিয়ে বিতর্ক। জল গড়িয়েছিল আদালতে। সেই আইনি যুদ্ধ থেকে এ বার সরে দাঁড়াল তিনটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:২১
Share: Save:

পাঠ্য বইয়ের ফোটোকপি বিক্রি করা নিয়ে বিতর্ক। জল গড়িয়েছিল আদালতে। সেই আইনি যুদ্ধ থেকে এ বার সরে দাঁড়াল তিনটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস ও টেলর অ্যান্ড ফ্রান্সিস মিলে দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোকান রামেশ্বরী ফোটোকপি সার্ভিসের বিরুদ্ধে মামলা করেছিল। কারণ তারা পাঠ্য বইয়ের ফোটোকপি করে পড়ুয়াদের বিক্রি করে। প্রকাশনা সংস্থার মতে, বিষয়টি কপিরাইট আইনের বিরুদ্ধে। কিন্তু দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, বই ফোটোকপি করে পড়তে দিতে হবে। কপিরাইট ঐশ্বরিক অধিকার নয়। শিক্ষার সামাজিক গুরুত্বও অপরিসীম। এর পরে আজ ওই তিনটি প্রকাশনা সংস্থা জানিয়েছে, কপিরাইট আইনের পক্ষে নিজেদের অবস্থানে অনড় থাকলেও তারা দিল্লি হাইকোর্ট থেকে অভিযোগ তুলে নিচ্ছেন। সুপ্রিম কোর্টেও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করবেন না। সকলের জন্য পড়াশোনার সুযোগ দিতে ফোটোকপি করে পাঠ্যপুস্তকের অংশ বিক্রি করার প্রয়োজনীয়তাকে তারাও সমর্থন করছে বলে প্রকাশনা সংস্থাগুলি জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

photocopy Text Book Student Delhi High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE