Advertisement
০৬ মে ২০২৪
Weather

শৈত্যপ্রবাহের পরিস্থিতি দিল্লিতে, তাপমাত্রা নামল ৩ ডিগ্রির নীচে

শনিবারও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন।

ঠান্ডায় জবুথবু দিল্লি। ছবি: পিটিআই।

ঠান্ডায় জবুথবু দিল্লি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৮:৪৮
Share: Save:

দিল্লির বেশির ভাগে জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম হিমালয় থেকে কনকনে হাওয়া বাধাহীন ভাবে ঢুকতে থাকায় রাজধানীর তপামাত্রা কোথাও কোথাও এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।

শুক্রবার সফদরজঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শনিবারও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন।

শুক্রবার জাফরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। আয়া নগরে ৩.৫ ডিগ্রি, লোধী রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে গত ১২ ডিসেম্বর থেকে তুষারপাত হচ্ছে। ফলে সেখান থেকে হিমশীতল হাওয়া রাজধানীতে ঢুকছে। যার জেরে তাপমাত্রা হু হু নামছে। তবে রবিবার থেকে আগামী কয়েকটা দিন তাপমাত্রা সামান্য বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির কাছাকাছি। ২২-২৪ ডিসেম্বর ফের কুয়াশার দাপট দেখা দিতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

ঠান্ডা বাড়ার পাশাপাশি রাজধানীর বাতাসের গুণমানও নেমেছে। ‘খারাপ’ পর্যায়ে পৌঁছেছে বাতাসের গুণমান। এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) ২৮১-তে পৌঁছেছে। শনি এবং রবিবার এই পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়েছে সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ(সফর)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Delhi Winter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE