Advertisement
২৪ ফেব্রুয়ারি ২০২৫
National News

রাজধানীতে ঘাঁটি গেড়েছে দুই জঙ্গি! দেখলেই পুলিশে খবর দিন, সতর্কবার্তা পুলিশের

মাইল ফলকের মতো একটি স্ট্যান্ডের দু’পাশে দাঁড়িয়ে দু’জন। ফলকটিতে উর্দুতে লেখা দিল্লি ৩৬০ কিলোমিটার, ফিরোজপুর ৯ কিলোমিটার। ফিরোজপুর পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত।

দিল্লি পুলিশের পোস্টারে সন্দেহভাজন দুই জঙ্গির ছবি।

দিল্লি পুলিশের পোস্টারে সন্দেহভাজন দুই জঙ্গির ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ২০:২১
Share: Save:

মাথায় টুপি। এক জনের মুখে দাড়ি। অন্য জন ক্লিন শেভ্‌ড। দু’জনেরই পরনে শেরওয়ানি। রাজধানীতে ঢুকে পড়েছে এমনই দুই জঙ্গি। এই সতর্কবার্তা দিল দিল্লি পুলিশ।

দুই সন্দেহভাজন জঙ্গির ছবি-সব পোস্টার সাঁটানো হয়েছে দিল্লির বিভিন্ন জায়গায়। কোনও ব্যক্তি এদের সন্ধান পেলে অবিলম্বে পুলিশকে খবর দেওয়ার জন্য বলা হয়েছে ওই পোস্টারে। ০১১-২৩৫২০৭৮৭ অথবা ০১১-২৩৫২৪৭৪ এই নম্বরে খবর দেওয়ার আবেদনও জানিয়েছে দিল্লি পুলিশ।

ওই ছবিতে দেখা যাচ্ছে, মাইল ফলকের মতো একটি স্ট্যান্ডের দু’পাশে দাঁড়িয়ে দু’জন। ফলকটিতে উর্দুতে লেখা দিল্লি ৩৬০ কিলোমিটার, ফিরোজপুর ৯ কিলোমিটার। ফিরোজপুর পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত।

আরও পড়ুন: আগামী নির্বাচনে লড়বেন না, জানিয়ে দিলেন সুষমা স্বরাজ

আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন

গত সপ্তাহেই পঞ্জাব পুলিশের গোয়েন্দারা সতর্ক করেন, জৈশ-ই-মহম্মদ গ্রুপের ছয় থেকে সাত জন জঙ্গি ভারতে ঢুকেছে। তারা দিল্লির দিকে যেতে পারে। তারপরই পঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়। তার জেরেই এবার দিল্লিতেও পোস্টার সাঁটিয়ে সাবধান করল দিল্লি পুলিশ।

আরও পড়ুন: দুপুরে মুখ্যমন্ত্রীর ধমক, মন্ত্রিত্ব ছাড়লেন শোভন, মেয়র পদও ছাড়তে বললেন মমতা

ওই সতর্কবার্তায় এও বলা হয়, সন্দেহভাজন জঙ্গিরা জম্মু থেকে একটি টয়োটা ইনোভা ভাড়া করে। চালককে জোর করে মধপুরে নিয়ে যায়। তবে তারা জঙ্গি নাকি স্থানীয় কোনও দুষ্কৃতী, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। গাড়ি ভাড়া করার এই কৌশল থেকে গোয়েন্দাদের আশঙ্কা, পাঠানকোটের মতো জঙ্গি হামলার পরিকল্পনা থাকতে পারে জঙ্গিদের।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

অন্য বিষয়গুলি:

Delhi Terrorist Alert
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy