মাথায় টুপি। এক জনের মুখে দাড়ি। অন্য জন ক্লিন শেভ্ড। দু’জনেরই পরনে শেরওয়ানি। রাজধানীতে ঢুকে পড়েছে এমনই দুই জঙ্গি। এই সতর্কবার্তা দিল দিল্লি পুলিশ।
দুই সন্দেহভাজন জঙ্গির ছবি-সব পোস্টার সাঁটানো হয়েছে দিল্লির বিভিন্ন জায়গায়। কোনও ব্যক্তি এদের সন্ধান পেলে অবিলম্বে পুলিশকে খবর দেওয়ার জন্য বলা হয়েছে ওই পোস্টারে। ০১১-২৩৫২০৭৮৭ অথবা ০১১-২৩৫২৪৭৪ এই নম্বরে খবর দেওয়ার আবেদনও জানিয়েছে দিল্লি পুলিশ।
ওই ছবিতে দেখা যাচ্ছে, মাইল ফলকের মতো একটি স্ট্যান্ডের দু’পাশে দাঁড়িয়ে দু’জন। ফলকটিতে উর্দুতে লেখা দিল্লি ৩৬০ কিলোমিটার, ফিরোজপুর ৯ কিলোমিটার। ফিরোজপুর পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত।