Advertisement
E-Paper

বয়সের ফারাক দু’মিনিটের, ক্যাটে দুই ভাই পেলেন ৯৯.৯৯ শতাংশ নম্বর

ক্যাটের ফল প্রকাশ্যে আসতেই চমক! দুই ভাই অভিষেক এবং অনুভব গর্গ ৯৯.৯৯ শতাংশ করে নম্বর পেয়েছেন! ছোট ভাই অনুভব দাদা অভিষেকের থেকে মাত্র ০.২ শতাংশ নম্বর কম পেয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৮:৩৪
অভিষেক এবং অনুভব গর্গ।

অভিষেক এবং অনুভব গর্গ।

একই দিনে জন্ম তাঁদের। এক জন অন্য জনের থেকে দু’মিনিটের বড়। একই সঙ্গে দিল্লি আইআইটিতে ভর্তি হয়েছিলেন। বসেছিলেন ২০১৮-র কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এও। ক্যাটের ফল প্রকাশ্যে আসতেই চমক! দুই ভাই অভিষেক এবং অনুভব গর্গ ৯৯.৯৯ শতাংশ করে নম্বর পেয়েছেন! ছোট ভাই অনুভব দাদা অভিষেকের থেকে মাত্র ০.২ শতাংশ নম্বর কম পেয়েছেন।

সেই কিন্ডার গার্টেন থেকে এখনও অবধি কোনও পরীক্ষায় প্রথম ছাড়া আর কিছু হননি দু’ভাই। অভিষেকের কথায়, ‘‘বার বার মক টেস্টে বসার মাধ্যমে সফল হওয়া যেতে পারে। সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা। বিশেষ করে কোয়ান্ট সেকশনে আমরা বেশি নজর দিয়েছিলাম।’’

ম্যানেজমেন্টের রাস্তায় হাঁটার জন্য দু’জনকে উদ্বুদ্ধ করেছিলেন তাঁদের বাবা। অভিষেক-অনুভবের বাবা তরুণ গর্গ মারুতি সুজুকি ইন্ডিয়ার মার্কেটিং বিভাগের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর। এক সময়ে তিনি আইআইএম লখনউয়ের ছাত্র ছিলেন। অভিষেকের কথায়, ‘‘ম্যানেজমেন্ট দুনিয়ায় আমার বাবার সাফল্যের কাহিনিই আমাদের এই কেরিয়ার বেছে নিতে উদ্বু্দ্ধ করেছে।’’

আরও পড়ুন: খোলামেলা পোশাকে নাচতে বাধ্য করা হত, তারপর ধর্ষণ! বিহার হোম কাণ্ডে চার্জশিট

সামনের বছরে যাঁরা পরীক্ষায় বসবেন তাঁদেরও সফল হওয়ার জন্য টোটকা দিতে ভুললেন না অভিষেক। বললেন, ‘‘অনবরত মক টেস্ট দিতে হবে। শিক্ষক ছাড়া নিজে নিজেই পড়তে হবে।’’

তবে অভিষেক-অনুভব দু’জনেরই ইচ্ছে আইআইএম আমদাবাদে পড়াশোনা করার। অনুভবের কথায়, ‘‘আমি দাদার থেকে দু’মিনিটের ছোট। ঘটনাচক্রে ওর থেকে ০.২ শতাংশ নম্বর কম পেয়েছি। মা-বাবার পাশাপাশি আমাদের শিক্ষকরাও খুবই সাহায্য করেছেন।’’

আরও পড়ুন: অভিনন্দন! জয়ের পর মাঠেই বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা

চলতি বছরে ১১ জন পরিক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের সাত জন, পশ্চিমবঙ্গের দু’জন, কর্নাটক এবং বিহার থেকে এক জন করে। ২১ জন ছাত্র ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়েছেন।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

Education CAT 2018 IIT-Delhi Delhi Common Admission Test Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy