দিল্লির বিজেপি সরকার এ বার পয়লা বৈশাখে ‘বাংলা দিবস’ পালন করতে চলেছে। এই প্রথম দিল্লি সরকারের তরফে এমন আয়োজন। প্রশ্ন উঠেছে, দিল্লির বাঙালি পাড়া চিত্তরঞ্জন পার্কে সম্প্রতি গেরুয়া বাহিনীর মাছের দোকান বন্ধ করার চেষ্টার ফলে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে প্রলেপ দিতে কি এই সিদ্ধান্ত? না কি চিত্তরঞ্জন পার্ক এলাকা যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, সেখান থেকে বিজেপি জিতে আসার প্রতিদান? অনেকে আবার মনে করছেন, আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই প্রবাসী বাঙালিদের মন জিততে চাইছে বিজেপি।
আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। রেখা গুপ্তের মুখ্যমন্ত্রিত্বে গঠিত হয়েছে মন্ত্রিসভা। দিল্লি সরকারের যুক্তি, শুধু বাংলা দিবস নয়, নতুন সরকার সব ভাষা, সংস্কৃতি উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে। সেই নীতি মেনেই আগামী ১৫ এপ্রিল দিল্লির সাহিত্যকলা পরিষদ এবং দিল্লি পর্যটন ও পরিবহণ উন্নয়ন নিগম দিল্লি সচিবালয়ের প্রেক্ষাগৃহে ‘বাংলা দিবস’-এর আয়োজন করেছে। দিল্লি সরকারের কলা-সংস্কৃতি ও ভাষা মন্ত্রী কপিল মিশ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বাংলার ধুনুচি নৃত্য, বাউল গান ও লোকসঙ্গীতের অনুষ্ঠান হবে।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি দফতরও দিল্লিতে পয়লা বৈশাখ উদ্যাপন করছে। সেখানে রাজ্য সঙ্গীতের সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)