E-Paper

দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার দাবি, সই সংগ্রহ

বেশ কয়েক দিন ধরেই উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন দলাই লামা। ৯০তম জন্মদিনের আগে উত্তরসূরি নির্বাচন নিয়ে এক বিবৃতি দিয়েছিলেন তিনি। এ নিয়ে চিনের সঙ্গে সংঘাত প্রকাশ্যে এসেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ০৮:৪১
দলাই লামা।

দলাই লামা। —ফাইল চিত্র।

দলাই লামাকে ঘিরে নয়াদিল্লির কৌশলী রাজনীতি অব্যাহত। তিব্বতের ধর্মীয় নেতা দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার জন্য সই সংগ্রহ করছে ‘অল পার্টি ইন্ডিয়ান পার্লামেন্টারি ফোরাম অন টিবেট’ (ভারতের তিব্বত বিষয়ক সর্বদলীয় সংসদীয় মঞ্চ)। এই মঞ্চের আহ্বায়ক এবং বিজেপি সাংসদ সুজিত কুমার বলেছেন, ‘‘১০০ জন সাংসদের সই জোগাড়ের চেষ্টা চলছে। তার পরেই সেটি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।’’

বেশ কয়েক দিন ধরেই উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন দলাই লামা। ৯০তম জন্মদিনের আগে উত্তরসূরি নির্বাচন নিয়ে এক বিবৃতি দিয়েছিলেন তিনি। এ নিয়ে চিনের সঙ্গে সংঘাত প্রকাশ্যে এসেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘‘আমার মৃত্যুর পরে এক জন দলাই লামা অবশ্যই থাকবেন। এই উত্তরসূরিকে খুঁজে বার করার দায়িত্ব থাকবে ‘দ্য গাডেন ফোড্রাং ফাউন্ডেশন’-এর হাতেই।’ কিন্তু তাঁর এই দাবি মানতে নারাজ চিন। চিনের তরফে জানানো হয়েছে, প্রাচীন রীতি অনুসারে দলাই লামার উত্তরসূরি নির্বাচন করার আগে তাদের অনুমতি নিতে হবে।

এই আবহে দলাইয়ের ৯০তম জন্মদিন উদ্‌যাপন করতে ধর্মশালা গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এর পর তাঁকে ভারতরত্ন দেওয়ার হাওয়া তোলায় চিনের রক্তচাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংসদে দলাই লামাকে দিয়ে বক্তৃতা দেওয়ানোর দাবিও তুলছে এই মঞ্চ। বলা হচ্ছে, লোকসভা এবং রাজ্যসভার একটি যৌথ অধিবেশন করানোর জন্য স্পিকারকে চিঠি লেখা হবে। সেখানে বক্তৃতা দেবেনদলাই লামা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Dalai Lama Government of India Bharat Ratna

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy