Advertisement
E-Paper

সুর বদল শিবসেনার

মোদী-বিরোধিতায় মমতার সঙ্গে পা মিলিয়ে রাষ্ট্রপতি ভবনে। আবার সপ্তাহ ঘুরতেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। নোট বাতিলের এক সপ্তাহেই ডিগবাজি খেল শিবসেনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ০১:৫৯

মোদী-বিরোধিতায় মমতার সঙ্গে পা মিলিয়ে রাষ্ট্রপতি ভবনে। আবার সপ্তাহ ঘুরতেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। নোট বাতিলের এক সপ্তাহেই ডিগবাজি খেল শিবসেনা।

এনডিএ জোট-সঙ্গী শিবসেনাকে মমতার সঙ্গে যেতে দেখে বিজেপি শিবিরে তৎপরতা শুরু হয়। রাজনাথ সিংহ কথা বলেন উদ্ধব ঠাকরের সঙ্গে। কাল নিতিন গডকড়ীও বৈঠক করেন শিবসেনার শীর্ষ নেতার সঙ্গে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিবসেনার সাংসদরা। তার পরেই নোট বাতিল নিয়ে উল্টো সুর উদ্ধবের দলের সাংসদদেরা।

মমতার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন শিবসেনার সাংসদ আনন্দরাও অডসুল। আজ তিনি বলেন, ‘‘গত কাল প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমজনতার ভোগান্তি মেটাতে কিছু আবেদন জানিয়েছিলাম। আজই প্রধানমন্ত্রী তার সুরাহা করে দিয়েছেন। নাবার্ডের মাধ্যমে জেলা সমবায় ব্যাঙ্কগুলির কাছে মোট ২১ হাজার কোটি টাকা দেওয়া হবে। অনেক উপকার হবে গরিব মানুষের।’’

প্রশ্ন হল, শুধুই কি প্রধানমন্ত্রী রাতারাতি শিবসেনার দাবি মেনে নেওয়ায় উদ্ধব ঠাকরের সুর নরম হল? অন্দরের খবর, সামনেই মহারাষ্ট্রে পুরসভার নির্বাচন। তাই রাজ্য রাজনীতির অঙ্ক প্রভাব ফেলেছে উদ্ধবের অবস্থানে। শুরুতে বিরোধিতার পথে গিয়ে তিনি মোদীর নজর কাড়তে চেয়েছিলেন। কিন্তু আপাতত সমঝোতার রাস্তা নিলেন। বিজেপি নেতৃত্ব অবশ্য বলছেন, শিবসেনা মোদী-বিরোধিতা ছেড়ে দিয়েছে, এমন ভাবার কারণ নেই। নির্বাচন যত এগিয়ে আসবে, শিবসেনা ফের বিজেপির ‘দাদা’ হয়ে ওঠার চেষ্টা করবে। আর শিবসেনাকেও ভাঙার চেষ্টা করে যাবে বিজেপি। ফলে ফের বাড়তে পারে সংঘাত আর উত্তাপ।

demonetisation Shiv sena
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy