Advertisement
E-Paper

চিনা হুমকি উড়িয়ে দীর্ঘতম অসম-অরুণাচল সফরে আসছেন দলাই লামা

যে নদের জলবন্টন আর উৎসে বাঁধ তৈরি নিয়ে নিত্যদিন অসম-চিনের আকচা-আকচি, সেই ব্রহ্মপুত্রকে নিয়ে দেশের সর্ববৃহৎ নদী উৎসবে যোগ দিতে আসছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। শুধু তাই নয়, চিনের রক্তচক্ষু অগ্রাহ্য করে একই সফরে ফের তাওয়াং-সহ অরুণাচলপ্রদেশের বিভিন্ন স্থানে যাবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৯:৩১

যে নদের জলবন্টন আর উৎসে বাঁধ তৈরি নিয়ে নিত্যদিন অসম-চিনের আকচা-আকচি, সেই ব্রহ্মপুত্রকে নিয়ে দেশের সর্ববৃহৎ নদী উৎসবে যোগ দিতে আসছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। শুধু তাই নয়, চিনের রক্তচক্ষু অগ্রাহ্য করে একই সফরে ফের তাওয়াং-সহ অরুণাচলপ্রদেশের বিভিন্ন স্থানে যাবেন তিনি। আগের বারের মতো এক বা দু'দিনে তাঁর সফর শেষ হবে না। ভারত সরকারের অভয় পেয়ে এবারের সফর হতে চলেছে দীর্ঘতম, ১৩ দিনের। গুয়াহাটি আইআইটিতে অসমীয়া ভাষায় অনুদিত তাঁর জীবনীও প্রকাশ করবেন বৌদ্ধ ধর্মগুরু।

রাজগীর-নালন্দায় দলাই লামার সাম্প্রতিক সফর নিয়ে ইতিমধ্যেই ভারতের তীব্র সমালোচনা করেছে চিন। হুমকি দিয়েছে দু'দেশের চুক্তিতেও এর প্রভাব পড়তে পারে। তাঁর তাওয়াং সফরেও চিন আপত্তি জানিয়েছে। কিন্তু ভারত সরকার স্পষ্ট জানায়, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে দলাই লাম ইচ্ছেমতো যেতে পারেন।

১৯৬২ সালে চিনের তিব্বত আক্রমণের পরে তাওয়াং ও গুয়াহাটি হয়েই পালিয়ে এসেছিলেন চতুর্দশ দলাই লামা। সেই ঘটনার পরে প্রথমবার ২০০৯ সালে দিন তিনেকের জন্য তিনি তাওয়াং সফর করেন। মঠে দাঁড়িয়ে চিনের সমালোচনাও করেছিলেন তিনি। স্বীকৃতি দিয়েছিলেন তাওয়াংয়ের উপরে ভারতের অধিকারকে। এর পর ২০১৪ সালে একদিনের সফরে গুয়াহাটিতে দু'টি জনসভায় অংশ নেন তিনি।

আরও খবর
সিবিআই তদন্ত বহাল, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

কিন্তু এ বারের সফরে গুয়াহাটিতে তিন দিন কাটাবেন ৮১ বছর বয়সী দলাই লামা। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল 'নমামি ব্রহ্মপুত্র' উৎসব চলবে ধুবুরি-শদিয়া পর্যন্ত গোটা রাজ্য জুড়ে। অঙ্গরাগ মহন্তর সুরে নমামির থিম সং গেয়েছেন অমিতাভ বচ্চন, অরিজিৎ, সোনু নিগম, অভিজিৎরা। আজ সন্ধ্যায় সেই গানের উদ্বোধন অনুষ্ঠানে রাজ্য সরকার জানায়, ১ এপ্রিল নমামি ব্রহ্মপুত্র উৎসবের প্রধান অতিথি হবেন দলাই লামা। পরের দিন আইআইটিতে নিজের জীবনীর অনুবাদ 'মোর দেশ আরু মোর মানুহ'-র উদ্বোধন করার পাশাপাশি, তিনি তিব্বতের ইতিহাস, তিব্বতিদের সংগ্রাম, ১৯৫৯ সালে পালিয়ে আসার ঘটনা নিয়ে ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন। দেবেন বক্তৃতা।

৪ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিনি তাওয়াং-এর বিভিন্ন স্থানে, ১০ এপ্রিল দিরাংয়ে, ১১ এপ্রিল বমডিলা ও ১২ এপ্রিল ইটানগরে বিভিন্ন যোগাভ্যাস ও বোধিসত্ব অনুশীলন, গুরু যোগ, মনানুশীলনের বিভিন্ন উপায় নিয়ে প্রশিক্ষণ দেবেন।

'বিতর্কিত' তাওয়াং-এ ঘাঁটি গেড়ে দলাই লামার বৌদ্ধ শিক্ষাদানের 'স্পর্ধা'র পরিকল্পনা জেনে ক্ষোভ উগরে দিয়েছে চিন। জানিয়েছে, তাওয়াং-এর অধিকার নিয়ে সিদ্ধান্ত অমীমাংসিত রয়েছে। ফের দলাই লামা তাওয়াং সফর করলে এবং চিন-বিরোধী উস্কানি দিলে চিন-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়বে। ভারত সরকার অবশ্য চিনকে অনুরোধ করেছে, দলাই লামার ধর্মীয় সফরকে খামোকা রাজনীতিকরণ করা ঠিক হবে না।

Dalai Lama Arunachal Pradesh Assam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy