Advertisement
১১ মে ২০২৪

ক্ষুব্ধ ডিএম

দক্ষিণ করিমগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে আচমকা পরিদর্শনে গিয়ে কোনও কর্মীকে দেখতে না পাওয়ার পর, এই বিষয়ে দু’দিনের মধ্যে লিখিত রিপোর্ট দাখিলের নির্দেশ দিলেন করিমগঞ্জের জেলাশাসক।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ১০:০৭
Share: Save:

দক্ষিণ করিমগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে আচমকা পরিদর্শনে গিয়ে কোনও কর্মীকে দেখতে না পাওয়ার পর, এই বিষয়ে দু’দিনের মধ্যে লিখিত রিপোর্ট দাখিলের নির্দেশ দিলেন করিমগঞ্জের জেলাশাসক। জেলাশাসকের সফরের সময় ওই দফতরের ১০-১৫ জন কর্মীর মধ্যে শুধুমাত্র এক চতুর্থ শ্রেণির কর্মী উপস্থিত ছিলেন। ছিলেন না বিডি়ও নিজেও।

ওই অফিসে বেশির ভাগ দিনই কর্মীরা গরহাজির থাকেন বলে অভিযোগ পেয়ে, আজ বেলা ১১টা নাগাদ সেখানে হাজির হন জেলাশাসক মনোজকুমার ডেকা। কাউকে না দেখতে পেয়ে, দফতরের দরজায় তালা লাগিয়ে ফিরে যান। পরে জেলাশাসক জানান, ওই দফতরের সব কর্মীকে ‘কারণ দর্শানোর নোটিস’ দেওয়া হয়েছে। দু’দিনের মধ্যে তার জবাব দিতে হবে। না হলে সরকারি নিয়ম অনুসারে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক সূত্রে খবর, দক্ষিণ করিমগঞ্জের খণ্ড উন্নয়ন আধিকারিক অন্য সরকারি কাজে ব্যস্ত থাকায় দফতরে যেতে পারেননি বলে জেলাশাসককে জানিয়েছেন। সে কথার সত্যতা যাচাই করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE