Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দূষণ রুখতে তৎপর ডিএম

শহর পরিস্কার রাখতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন করিমগঞ্জের জেলাশাসক মনোজকুমার ডেকা।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৫৩
Share: Save:

শহর পরিস্কার রাখতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন করিমগঞ্জের জেলাশাসক মনোজকুমার ডেকা।

আজ এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক জানান, শহরের ভিতরে যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না। স্টেশন রোড এলাকায় কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রাস্তার পাশে আর্বজনা ফেলা হচ্ছে। এ বার থেকে সেখানে পুরসভার গাড়ি থাকবে। তাতেই ফেলতে হবে আবর্জনা। পরে গাড়ি সরিয়ে নেবেন পুরকর্মীরা। কিন্তু তার পরও কেউ রাস্তার আবর্জনা ফেললে। প্লাস্টিকের ব্যাগ ব্যহারের রাশ টানতে চান জেলাশাসক।

তিনি জানান, শহরের কয়েকটি রাস্তার পাশে ইট, বালি, পাথর রাখা হচ্ছে। তার জেরে হচ্ছে যানজট। এ বার থেকে সেটাও বন্ধ করা হবে। রাস্তার পাশে নির্দিষ্ট সময়ের বেশি বালি, পাথর থাকলে সেগুলি বাজেয়াপ্ত করবে প্রশাসন।

শহরে যানজট নিয়ন্ত্রণেও পরিকল্পনা করছেন জেলাশাসক। তিনি জানান, স্টেশন রোডে সব চেয়ে বেশি যানজট হয়। তাই ওই রাস্তায় রিকশার জন্যও ওয়ান-ওয়ে নিয়ম বহাল করা হবে। কয়েকটি দায়গায় থাকবে পার্কিংয়ের ব্যবস্থা। পেট্রোলপাম্প এলাকাতেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। সাংবাদিক বৈঠকে পুরপ্রশাসক ধ্রুবজ্যোতি দেব, অতিরিক্ত জেলাশাসক অরুণাভ দে, অতিরিক্ত পুলিশসুপার নবীন সিংহও উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Air pollution DM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE