Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
salary

আরবিআই গভর্নর হয়েই কত বেতন আর কী কী সুযোগ সুবিধা পাবেন শক্তিকান্ত দাস?

রিজার্ভ ব্যা ঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-এর ২৫ তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। চলতি আর্থিক বর্ষে সরকারি নিয়মে কী কী সুযোগ-সুবিধা পাবেন জানেন? কতই বা ‌‌‌‌‌‌বেতন পাবেন তিনি?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১১:২৬
Share: Save:
০১ ১০
উর্জিত পটেলের ইস্তফার পর রিজার্ভ ব্যােঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-এর ২৫ তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। প্রাক্তন আইএএস এই অফিসার আরবিআই-এর গভর্নর হয়ে চলতি আর্থিক বর্ষে সরকারি নিয়মে কী কী সুযোগ-সুবিধা পাবেন জানেন? কতই বা ‌‌‌‌‌‌বেতন পাবেন তিনি?

উর্জিত পটেলের ইস্তফার পর রিজার্ভ ব্যােঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-এর ২৫ তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। প্রাক্তন আইএএস এই অফিসার আরবিআই-এর গভর্নর হয়ে চলতি আর্থিক বর্ষে সরকারি নিয়মে কী কী সুযোগ-সুবিধা পাবেন জানেন? কতই বা ‌‌‌‌‌‌বেতন পাবেন তিনি?

০২ ১০
গোটা দেশের আর্থিক অগ্রগতি কোন পথে এগোবে, কী ভাবে অর্থনৈতিক বুনিয়াদকে আরও দৃঢ় করা যাবে, ব্যাঙ্ক পরিষেবার মানোন্নয়ন, বিশ্ব ব্যাঙ্কগুলির সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির ব্যবসা এগুলোর অনেকটাই নিয়ন্ত্রণ করে আরবিআই। তার সর্বোচ্চ পদে আসীন যিনি, তাঁর বেতন ও সুযোগ-সুবিধা যে নজরকাড়া হবে এ আর নতুন কী!

গোটা দেশের আর্থিক অগ্রগতি কোন পথে এগোবে, কী ভাবে অর্থনৈতিক বুনিয়াদকে আরও দৃঢ় করা যাবে, ব্যাঙ্ক পরিষেবার মানোন্নয়ন, বিশ্ব ব্যাঙ্কগুলির সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির ব্যবসা এগুলোর অনেকটাই নিয়ন্ত্রণ করে আরবিআই। তার সর্বোচ্চ পদে আসীন যিনি, তাঁর বেতন ও সুযোগ-সুবিধা যে নজরকাড়া হবে এ আর নতুন কী!

০৩ ১০
২০১৬ সালেই আরবিআই গভর্নরের বেতন বাড়িয়ে দেয় সরকার। বেসিক পে একধাক্কায় বেড়ে যায় প্রায় ১৭০ শতাংশেরও বেশি। আগে যা ৯০ হাজার ছিল, তা হয়ে দাঁড়ায় ২লক্ষ ৫০ হাজার টাকা।

২০১৬ সালেই আরবিআই গভর্নরের বেতন বাড়িয়ে দেয় সরকার। বেসিক পে একধাক্কায় বেড়ে যায় প্রায় ১৭০ শতাংশেরও বেশি। আগে যা ৯০ হাজার ছিল, তা হয়ে দাঁড়ায় ২লক্ষ ৫০ হাজার টাকা।

০৪ ১০
বেতনবৃদ্ধির আগে নানা ভাতা ও বেসিক পে মিলিয়ে আরবিআই গভর্নরের মোট বেতন ছিল ২ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা, এখন তা হয়েছে৩ লক্ষ ৭০ হাজার টাকা।

বেতনবৃদ্ধির আগে নানা ভাতা ও বেসিক পে মিলিয়ে আরবিআই গভর্নরের মোট বেতন ছিল ২ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা, এখন তা হয়েছে৩ লক্ষ ৭০ হাজার টাকা।

০৫ ১০
বেতন ছাড়াও আর কী কী সুবিধা আরবিআই গভর্নর পেয়ে থাকেন, জানেন?এঁদের বার্ষিক মূল বেতনেবৃদ্ধির পরিমাণ ১৬০০ টাকা। গ্রেড পে ১০ হাজার। এ ছাড়াও নানা ভাতা তো রয়েইছে।

বেতন ছাড়াও আর কী কী সুবিধা আরবিআই গভর্নর পেয়ে থাকেন, জানেন?এঁদের বার্ষিক মূল বেতনেবৃদ্ধির পরিমাণ ১৬০০ টাকা। গ্রেড পে ১০ হাজার। এ ছাড়াও নানা ভাতা তো রয়েইছে।

০৬ ১০
বেতন ছাড়াও জীবনযাত্রার আরও নানা ক্ষেত্রেই খরচের হিসাব দিলে সেই টাকা সরকার ফেরত দিয়ে থাকে আরবিআই গভর্নরকে। মাসিক রিইমবার্সমেন্টের ক্ষেত্রে সন্তানের শিক্ষাখাতে প্রতি মাসে ২০০০ টাকা, ঘর-গৃহস্থালীর নানা কাজের জন্য ৪০০০ টাকা বরাদ্দ রয়েছে। টেলিফোনের বিলের খরচ ধরা রয়েছে ৩৫০০ টাকা।

বেতন ছাড়াও জীবনযাত্রার আরও নানা ক্ষেত্রেই খরচের হিসাব দিলে সেই টাকা সরকার ফেরত দিয়ে থাকে আরবিআই গভর্নরকে। মাসিক রিইমবার্সমেন্টের ক্ষেত্রে সন্তানের শিক্ষাখাতে প্রতি মাসে ২০০০ টাকা, ঘর-গৃহস্থালীর নানা কাজের জন্য ৪০০০ টাকা বরাদ্দ রয়েছে। টেলিফোনের বিলের খরচ ধরা রয়েছে ৩৫০০ টাকা।

০৭ ১০
বার্ষিক রিইমবার্সমেন্টের ক্ষেত্রে স্বাস্থ্যখাতে ৫০০০ টাকা, বই কিনতে ৭০০০ টাকা ও ব্রিফরেস কিনতে ৯০০০ টাকা পেয়ে থাকেন আরবিআই গভর্নর।

বার্ষিক রিইমবার্সমেন্টের ক্ষেত্রে স্বাস্থ্যখাতে ৫০০০ টাকা, বই কিনতে ৭০০০ টাকা ও ব্রিফরেস কিনতে ৯০০০ টাকা পেয়ে থাকেন আরবিআই গভর্নর।

০৮ ১০
অফিসের গাড়ি ব্যবহারের সুযোগ তো তাঁর থাকেই, সঙ্গে নিজের ব্যক্তিগত গাড়ির জন্য প্রতি মাসে ২৭০ লিটার তেলের দাম পেয়ে থাকেন তিনি। মাসিক বেতনের মধ্যেই ধরা থাকে এই সব ভাতা। গাড়ির চালকের বেতন হিসাবে পান ৭০০০ টাকা। গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মেলে ২৫০০ টাকা।

অফিসের গাড়ি ব্যবহারের সুযোগ তো তাঁর থাকেই, সঙ্গে নিজের ব্যক্তিগত গাড়ির জন্য প্রতি মাসে ২৭০ লিটার তেলের দাম পেয়ে থাকেন তিনি। মাসিক বেতনের মধ্যেই ধরা থাকে এই সব ভাতা। গাড়ির চালকের বেতন হিসাবে পান ৭০০০ টাকা। গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মেলে ২৫০০ টাকা।

০৯ ১০
অফিসের কাজে ব্যবহারের জন্য অতিরিক্ত গাড়ি কিনতে চাইলে আট লক্ষ টাকা পাবেন আরবিআই গভর্নর। নিজের বাড়ির এসি-র জন্য পাবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা। এসি-র খরচ ব্যয়সাপেক্ষ বলে বছরে ২০০ ইউনিট বিদ্যুতের খরচ ছাড় পাবেন আরবিআই গভর্নর।

অফিসের কাজে ব্যবহারের জন্য অতিরিক্ত গাড়ি কিনতে চাইলে আট লক্ষ টাকা পাবেন আরবিআই গভর্নর। নিজের বাড়ির এসি-র জন্য পাবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা। এসি-র খরচ ব্যয়সাপেক্ষ বলে বছরে ২০০ ইউনিট বিদ্যুতের খরচ ছাড় পাবেন আরবিআই গভর্নর।

১০ ১০
প্রতি পাঁচ বছরে এক বার ঘরবাড়ি সাজানোয় মোটা টাকা পাবেন আরবিআই গভর্নর। এ ছাড়াও বেড়াতে যাওয়ার খরচ, বিমান ভাড়া, বিশেষ খাতের খরচের জন্যও বছরে একটি নির্দিষ্ট অর্থ পেয়ে থাকেন তাঁরা।

প্রতি পাঁচ বছরে এক বার ঘরবাড়ি সাজানোয় মোটা টাকা পাবেন আরবিআই গভর্নর। এ ছাড়াও বেড়াতে যাওয়ার খরচ, বিমান ভাড়া, বিশেষ খাতের খরচের জন্যও বছরে একটি নির্দিষ্ট অর্থ পেয়ে থাকেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy