Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Doctor

শত চেষ্টা করেও বাঁচানো যায়নি রোগীকে, মৃতার শেষকৃত্য করলেন শোকার্ত চিকিৎসক

পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন এক বৃদ্ধা। হাসপাতালে ভর্তি করানোর পর বৃদ্ধাকে ছেড়ে পালান পরিজনরা। ওই চিকিৎসকই তাঁর দেখভাল করতেন।

সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হয় ওই বৃদ্ধার।

সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হয় ওই বৃদ্ধার। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪৫
Share: Save:

রক্তের সম্পর্ককে ছাপিয়ে গেল মানবতার সম্পর্ক। পক্ষাঘাতে ভুগছিলেন এক বৃদ্ধা। শেষ বয়সে প্রিয়জনরা তাঁকে পরিত্যাগ করেছিলেন। হাসপাতালে ভর্তি করেই উধাও হয়েছিলেন বৃদ্ধার ‘কাছের মানুষ’রা। মৃত্যুর পর সেই বৃদ্ধার শেষকৃত্যের কাজ করলেন এক চিকিৎসক। ওড়িশার ওই চিকিৎসকের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

গত ১ বছর ধরে ওড়িশার ভিআইএমএসএআর বুরলায় চিকিৎসাধীন ছিলেন বেদী সাহু নামে এক বৃদ্ধা। তাঁর চিকিৎসা করছিলেন চিকিৎসক শঙ্কর রামচন্দানি। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হয়েছে বৃদ্ধার। চিকিৎসকের কথায়, ‘‘ওই বৃদ্ধা শুধু তাঁর এক জন রোগী ছিলেন না, মায়ের মতো ছিলেন। চিকিৎসায় মাঝে সাড়া দিয়েছিলেন বৃদ্ধা।’’

কিন্তু পরে শ্বাসকষ্টজনিত সমস্যার হাত থেকে বৃদ্ধাকে বাঁচাতে পারেননি ওই চিকিৎসক। হাসপাতালে ওই বৃদ্ধাকে ভর্তি করে আর যোগাযোগ রাখেনি তাঁর পরিবারের সদস্যরা। তাই ওই বৃদ্ধার পাশে দাঁড়ান চিকিৎসক শঙ্কর। মৃত্যুর পর ছেলের মতো ওই বৃদ্ধার শেষকৃত্যের কাজ সেরেছেন চিকিৎসক।

তবে এই প্রথম নয়। এর আগেও মৃত রোগীর শেষকৃত্যের কাজ সেরেছেন ওই চিকিৎসক। তাঁর কথায়, ‘‘রোগীর মৃত্যু হচ্ছে, এটা দেখা খুবই যন্ত্রণার। সকলের কাছে একটাই আর্জি, প্রবীণদের পরিত্যাগ করবেন না। ওঁরা ভালবাসা, যত্ন চান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

doctor humanity national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE