Advertisement
০৫ মে ২০২৪
Travel

বৈধ কাগজপত্র নেই, বিমানবন্দরে আটকে শিশু

ছেলে জয় ও স্ত্রী ফাল্গুনীকে নিয়ে গত ১৯ মে দক্ষিণ আফ্রিকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ব্যবসায়ী পীযূষ ঠক্কর। সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর ভাইয়ের ছেলেকেও। কিন্তু, ১৮ এপ্রিল অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তাঁর।

জয় ঠক্কর। ছবি: সংগ্রহীত।

জয় ঠক্কর। ছবি: সংগ্রহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ২০:১৯
Share: Save:

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিমানবন্দরেই আটকে থাকতে হল বছর ছয়েকের এক শিশুকে। ঘটনাটি ঘটেছে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে এক বেসরকারি পর্যটন সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি দিন দশেক আগে ঘটলেও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।

ছেলে জয় ও স্ত্রী ফাল্গুনীকে নিয়ে গত ১৯ মে দক্ষিণ আফ্রিকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ব্যবসায়ী পীযূষ ঠক্কর। সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর ভাইয়ের ছেলেকেও। কিন্তু, ১৮ এপ্রিল অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তাঁর। চিকিৎসকেরা তিন মাসের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এর পরই তাঁরা সফর বাতিল করার সিদ্ধান্ত নেন। ঠিক হয়, স্ত্রী ও তাঁর টিকিটের বদলে দক্ষিণ আফ্রিকা যাবেন তাঁর ভাই এবং ভাইয়ের স্ত্রী। তাঁদের সঙ্গেই বছর ছয়েকের জয়কে দক্ষিণ আফ্রিকা ঘুরতে পাঠানোর সিদ্ধান্ত নেন পীযূষবাবু। সেই মতো প্রস্তুতিও সারা হয়। পর্যটন সংস্থার সঙ্গে আলোচনা করেই করা হয় সব প্রয়োজনীয় পদক্ষেপ।

আরও পড়ুন: প্রেমে জোরাজুরি, ৫ তলা থেকে হাত ফস্কে নীচে পড়ে মৃত্যু ইঞ্জিনিয়ারের

পীযূষ ঠক্কর বলেন, ‘‘আমরা শুনেছিলাম শিশুদের বিষয়ে দক্ষিণ আফ্রিকার নীতি অত্যন্ত কঠোর। যে হেতু ভাইয়ের সঙ্গে আমাদের ছেলেকে ঘুরতে পাঠাচ্ছিলাম, যাতে কোনও আইনি সমস্যা না হয়, সে বিষয় প্রথম থেকেই আমরা সতর্ক ছিলাম।’’ পীযুষ জানান, পর্যটন সংস্থার পরামর্শ মতো প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হয়। নির্দিষ্ট সময় তাঁর ভাই, তাঁর স্ত্রী এবং তাঁদের ১২ বছরের ছেলের সঙ্গে তাঁর ছেলে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।’’

পীযূষ ঠক্কর বলেন, ‘‘তখন রাত তিনটে। আমার ভাই মণীশ বিমানবন্দর থেকে ফোন করে। পুরো ঘটনাটি আমাকে জানায়। এর পর বিমানবন্দর থেকে ফোন করেও আমাকে জানানো হয়। ওই রাতে অসুস্থ শরীরে বান্দ্রা থেকে গাড়ি চালিয়ে বিমানবন্দরে পৌঁছই আমরা। তার পর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসি।’’ এই ঘটনায় পর্যটন সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন পীযূষ ঠক্কর। দেওয়ালির ছুটিতে সপরিবার ১২ দিনের দক্ষিণ আফ্রিকা সফর করার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। যদিও এই ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ওই বেসরকারি পর্যটন সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE