ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন তিনিই। আরও এক বার এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বার অতীতের ‘হিসাবের গরমিল’ শুধরে ট্রাম্প জানিয়েছেন, পাঁচ কিংবা সাত নয়, আদতে আটটি বিমান গুলি করে নামানো হয়েছিল। যদিও ওই বিমানগুলি কোন দেশের ছিল, সে সম্পর্কে এ বারেও স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার মায়ামিতে আমেরিকা বিজ়নেস ফোরামে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর দাবি, শুল্ক চাপানো এবং বাণিজ্যচুক্তি বাতিল করার ‘হুঁশিয়ারি’ দিয়েই দুই পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধ থেকে বিরত করেছিলেন তিনি। ট্রাম্প বলেন, ‘‘তখন আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্যচুক্তির মাঝামাঝি ছিলাম। তার পর আমি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পড়লাম, তাদের মধ্যে যুদ্ধ বেধে গিয়েছে! সাতটি বিমান গুলি করে নামানো হয়, আর একটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। আদতে আটটি বিমানই গুলি করে নামানো হয়। আমি বলেছিলাম, তোমরা সংঘর্ষবিরতিতে রাজি না হলে, আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করব না।’’ এর পরেই দুই দেশের যুদ্ধ থামে বলে মার্কিন প্রেসিডেন্টের দাবি।
আরও পড়ুন:
ট্রাম্প আরও দাবি করেন, শুরুতে দিল্লি এবং ইসলামাবাদ এই হুঁশিয়ারি উপেক্ষা করেছিল। ট্রাম্পের কথায়, ‘‘ওরা বলেছিল, তাদের দ্বন্দ্বের সঙ্গে বাণিজ্যচুক্তির কোনও সম্পর্ক নেই। আমি বললাম, অবশ্যই আছে! তোমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমি তোমাদের সঙ্গে বাণিজ্যচুক্তি করব না। তোমরা যদি একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও, তা হলে আমরা তোমাদের সঙ্গে কোনও চুক্তিই করব না।’’ পরদিনই নাকি ফোনে ট্রাম্প জানতে পারেন, দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে! মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘শুনে আমি বললাম, ধন্যবাদ। চলো এ বার বাণিজ্যচুক্তিটা সেরে ফেলি! দারুণ, তাই না? শুল্ক না থাকলে এটা কখনওই সম্ভব হত না।’’
আমেরিকার প্রেসিডেন্টের এই দাবি যদিও নতুন নয়। এর আগেও বহু বার ট্রাম্প দাবি করেছেন, পহেলগাঁও কাণ্ডের পরে ভারত-পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা শুরু হয়েছিল, তা থামিয়েছিলেন তিনিই। যদিও ভারত এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা স্বীকার করেনি। পাকিস্তান অবশ্য ‘ধন্যবাদ’ জানিয়েছে আমেরিকাকে। প্রসঙ্গত, ভারত-পাক সংঘাতের সময় ঠিক কতগুলি বিমান গুলি করে নামানো হয়েছিল, সেই সংখ্যাও বার বার বদলেছেন মার্কিন রাষ্ট্রনেতা। জুলাই মাসে ট্রাম্প জানিয়েছিলেন, পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। অক্টোবরে সেই সংখ্যা বদলে ট্রাম্প ফের দাবি করেন, সাতটি বিমান ধ্বংস করা হয়েছে। এ বার ফের নতুন হিসাব দিলেন তিনি।