Advertisement
২০ এপ্রিল ২০২৪
Uttar Pradesh

‘মুসলিম বিক্রেতা এড়ান’, বিতর্কে বিধায়ক

ঘটনার কথা স্বীকার করলেও এই মন্তব্যের মধ্যে কোনও ‘ভুল’ দেখছেন না ওই বিধায়ক।

বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি।

বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৩:৩৩
Share: Save:

করোনা মোকাবিলায় সাম্প্রদায়িকতাকে দূরে রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেও একাধিক ঘটনায় সংখ্যালঘুদের নিশানা করার অভিযোগ উঠছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ বার সেই তালিকায় জুড়ল আরও এক বিজেপি বিধায়কের নাম। সুরেশ তিওয়ারি নামে উত্তরপ্রদেশের দেওরিয়ার বছর ৭৪-এর ওই বিধায়ককে বলতে শোনা গিয়েছে, ‘‘একটা কথা মাথায় রাখুন, মিয়াঁ-(মুসলিম)দের থেকে আনাজ কেনার কোনও দরকার নেই।’’

মিনিট চোদ্দোর ভিডিয়ো ক্লিপটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর বিতর্ক। ঘটনার কথা স্বীকার করলেও এই মন্তব্যের মধ্যে কোনও ‘ভুল’ দেখছেন না ওই বিধায়ক। সুরেশের দাবি, তিনি জানতে পারেন তাঁর নির্বাচনী কেন্দ্রে কয়েক জন মুসলিম বিক্রেতা আনাজে থুতু লাগিয়ে বিক্রি করছেন। তাঁর কথায়, ‘‘তখন আমি লোকেদের বলি, এতে আমার কিছু করার নেই। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আপনারা ওই বিক্রেতাদের থেকে কেনাবেচা বন্ধ রাখুন।’’ ‘সামান্য বিষয়কে বড় করে দেখানো হচ্ছে’ বলে দাবি করে ওই বিধায়কের পাল্টা প্রশ্ন, ‘‘আমি ভুল কী বলেছি?’’

অন্য একটি ঘটনায় বিকৃত ছবি দিয়ে মিথ্যে খবর ছড়িয়ে সংখ্যালঘুদের নিশানা করার অভিযোগে নীলম সিংহ নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে মামলা করেছে তেলঙ্গানার সাইবারাবাদ থানার পুলিশ। তাদের দাবি, টুইটারে মিথ্যে খবর ছড়িয়ে দু’টি সম্প্রদায়ের মধ্যে হিংসার পরিবেশ তৈরির অভিযোগে ওই প্রাক্তন সেনা অফিসারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: আইসিএমআর কিট কিনল কেন, প্রশ্ন

সঙ্কটের মধ্যেও সাম্প্রদায়িকতা ছড়ানোর একের পর এক অভিযোগ উঠেছে গত এক মাসে। প্রায় সবক’টি ক্ষেত্রেই অভিযোগের আঙুল কেন্দ্রের শাসক দল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে আরব দেশগুলি থেকে তীব্র সমালোচনা শুরু হওয়ায় বার্তা দিতে বাধ্য হয়েছেন মোদী। গত সপ্তাহেই প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘কোভিড-১৯ থেকে তৈরি অতিমারি পরিস্থিতি জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সীমানা নির্বিশেষে প্রভাব বিস্তার করছে। একতা এবং সৌভ্রাত্র বজায় রেখে এই লড়াই লড়তে হবে।’ তা সত্ত্বেও দেশজুড়ে একাধিক বার মুসলিমদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ছবিটি বেশি স্পষ্ট উত্তরপ্রদেশে। রাজ্য গুজবে কান না দেওয়ার আবেদন জানানো সত্ত্বেও সেখানে নিশানা করা হচ্ছে মুসলিমদের। অন্য কয়েকটি রাজ্যেও এমন কয়েকটি ঘটনার অভিযোগ উঠেছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Deoria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE