করোনা মোকাবিলায় সাম্প্রদায়িকতাকে দূরে রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেও একাধিক ঘটনায় সংখ্যালঘুদের নিশানা করার অভিযোগ উঠছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ বার সেই তালিকায় জুড়ল আরও এক বিজেপি বিধায়কের নাম। সুরেশ তিওয়ারি নামে উত্তরপ্রদেশের দেওরিয়ার বছর ৭৪-এর ওই বিধায়ককে বলতে শোনা গিয়েছে, ‘‘একটা কথা মাথায় রাখুন, মিয়াঁ-(মুসলিম)দের থেকে আনাজ কেনার কোনও দরকার নেই।’’
মিনিট চোদ্দোর ভিডিয়ো ক্লিপটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর বিতর্ক। ঘটনার কথা স্বীকার করলেও এই মন্তব্যের মধ্যে কোনও ‘ভুল’ দেখছেন না ওই বিধায়ক। সুরেশের দাবি, তিনি জানতে পারেন তাঁর নির্বাচনী কেন্দ্রে কয়েক জন মুসলিম বিক্রেতা আনাজে থুতু লাগিয়ে বিক্রি করছেন। তাঁর কথায়, ‘‘তখন আমি লোকেদের বলি, এতে আমার কিছু করার নেই। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আপনারা ওই বিক্রেতাদের থেকে কেনাবেচা বন্ধ রাখুন।’’ ‘সামান্য বিষয়কে বড় করে দেখানো হচ্ছে’ বলে দাবি করে ওই বিধায়কের পাল্টা প্রশ্ন, ‘‘আমি ভুল কী বলেছি?’’
অন্য একটি ঘটনায় বিকৃত ছবি দিয়ে মিথ্যে খবর ছড়িয়ে সংখ্যালঘুদের নিশানা করার অভিযোগে নীলম সিংহ নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে মামলা করেছে তেলঙ্গানার সাইবারাবাদ থানার পুলিশ। তাদের দাবি, টুইটারে মিথ্যে খবর ছড়িয়ে দু’টি সম্প্রদায়ের মধ্যে হিংসার পরিবেশ তৈরির অভিযোগে ওই প্রাক্তন সেনা অফিসারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।