Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ অক্টোবর ২০২১ ই-পেপার

সময় মতো খেতে দিতে পারেননি, রাগে অসুস্থ মাকে পিটিয়ে মারল মত্ত ছেলে

সংবাদসংস্থা
রাঁচী ৩১ জানুয়ারি ২০২১ ১৫:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মদ্যপান করে বাড়ি ফিরেছিল ছেলে। অসুস্থ মা তাকে সময়ে খাবার দিতে পারেননি। তাই মাকে লাঠি দিয়ে বেধড়ক মেরে খুন করল ৩৫ বছরের যুবক। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে চাইবাসার মনোহরপুর ব্লকের জোজোগুট্টু গ্রামে।

অভিযুক্তের নাম প্রধান সোই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রধান তার মা সুমির সঙ্গেই থাকত। প্রতিদিনই মত্ত অবস্থায় বাড়ি ফিরত সে। সুমির বয়স ৬০। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে মা অসুস্থ হলেও ছেলের অভ্যাস বদলায়নি। শুক্রবার রাতেও তাকে মত্ত অবস্থায় বাড়িতে ঢুকতে দেখেন পড়়শিরা। পরে মারধরের আওয়াজ শুনে তাঁরাই পুলিশকে খবর দেন।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন মায়ের দেহ উঠোনে পুঁতে ফেলার চেষ্টা করছিল প্রধান। তাকে গ্রেফতার করা হয়। মনোহরপুরের এসডিপিও বিমলেশ ত্রিপাঠী বলেন, ‘‘প্রধান সোই ওরফে পবন সোই মা সুমিকে খুন করে প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ি ফিরে মায়ের কাছে খাবার চেয়েছিল প্রধান। সুমি খাবার দিতে দেরি করলে প্রচণ্ড রাগে একটি লাঠি দিয়ে মাকে মারতে মারতে মেরে ফেলে প্রধান।’’ ত্রিপাঠী জানিয়েছেন, তদন্ত চলছে।

Advertisement

আরও পড়ুন

Advertisement