Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Uttar Pradesh

প্রবল ধুলোর ঝড়ে বেসামাল উত্তরপ্রদেশ, ১৯ জনের মৃত্যু

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ধুলোঝড় শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে চলতে থাকে বজ্রপাত।

ধুলোঝড়ের দাপট উত্তরপ্রদেশে। —প্রতীকী ছবি।

ধুলোঝড়ের দাপট উত্তরপ্রদেশে। —প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ১৪:৪৬
Share: Save:

প্রবল ধুলোঝড় এবং বজ্রপাতের জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হল ১৯ জনের। আহত হয়েছেন ৪৮ জন। শুক্রবার সকালে একটি বিবৃতি প্রকাশ করে জানাল রাজ্য ত্রাণ কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ধুলোঝড় শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে চলতে থাকে বজ্রপাত। তাতে বহু বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। রাস্তাঘাটে উপড়ে পড়ে প্রচুর গাছপালা।

শুক্রবার সকালে রাজ্য ত্রাণ কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, প্রবল ধুলোঝড় এবং বজ্রপাতের কবলে পড়ে মইনপুরিতে ছ’জনের মৃত্যু হয়েছে। এটাহ‌্ এবং কাসগঞ্জে প্রাণ হারিয়েছেন ছ’জন। মোরাদাবাদ, বদায়ুঁ, মথুরা, কনৌজ, সম্ভল‌ এবং গাজিয়াবাদে প্রাণ গিয়েছে সাতজনের। শুধুমাত্র মইনপুরিতেই ৪১ জন আহত হন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ছোট কিন্তু ভয়ঙ্কর ধ্বংসাত্মক! বালাকোট অভিযানে ব্যবহৃত আরও ১০০ স্পাইস বোমা কিনছে বায়ুসেনা​

আরও পড়ুন: জঙ্গি দলে নাম লেখানোর ২৪ ঘণ্টার মধ্যেই কাশ্মীরে সেনার গুলিতে মৃত্যু দুই প্রাক্তন এসপিও-র​

উত্তরপ্রদেশের তথ্য দফততের প্রধান সচিব অবনীশ অবস্থি জানান, ‘‘ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকলের কাছে ত্রাণ পৌঁছচ্ছে কি না, তা দেখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং জেলার ভারপ্রাপ্ত আধিকারিকদের।’’

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE