নবরাত্রির শেষ দিন অর্থাৎ নবমীতে নিজের বাসভবনে কন্যা পুজোর আয়োজন করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। যা নিয়ে কটাক্ষ করেন কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহ। গত কাল এক দল সাংবাদিক তাঁকে এই পুজো নিয়ে প্রশ্ন করলে দিগ্বিজয় বলেছিলেন, ‘‘মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা না বলাই ভাল। ওঁর থেকে বেশি নাটকীয় কোনও ব্যক্তি আমি আমার জীবনে একটিও দেখিনি।’’ বিষয়টি দিগ্বিজয়ের মন্তব্যেই থেমে থাকেনি। তাঁকে আজ পাল্টা কটাক্ষ করেছেন শিবরাজও। তাঁর বক্তব্য, ‘অবমাননাকর মন্তব্য করতে করতে একেবার নীচে নেমে গিয়েছেন কংগ্রেসের এই নেতা’।
গত কাল ভোপালে নিজের বাড়িতে কন্যা পুজোর ব্যবস্থা করেছিলেন শিবরাজ এবং তাঁর স্ত্রী। তিনশোরও বেশি কিশোরী সেই পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়েছিল। ওই মেয়েদের উপরে ফুল ছুড়ে, তাদের পা ধুইয়ে দেন মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী। তার পরে নিজেদের হাতে ওই কিশোরীদের খেতে দেন তারা। সমাজমাধ্যমে শিবরাজ গত কাল লিখেছিলেন, ‘আজ আমাদের বাড়িতে এই মেয়েরা এসেছে, আমরা খুব খুশি। আমরা এদের মধ্যেই দেবীকে দেখতে পাই। ভারতীয় সমাজে মেয়ে, বোন আর মহিলাদের স্থান খুব উঁচুতে। যেখানে মহিলাদের সম্মান দেওয়া হয়, ঈশ্বর সেখানেই থাকেন’।
আজ দিগ্বিজয়ের মন্তব্যের পাল্টা তোপ দেগেছেন শিবরাজ। সমাজমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘যাঁরা মহিলাদের আইটেম বলে সম্বোধন করেন, তাঁদের এই রীতি বোঝার ক্ষমতা নেই। আমি মেয়েদের পুজো করি। তাদের পা ধুইয়ে দিই। দিগ্বিজয়জি, সনাতম ধর্মের বিরুদ্ধে লড়তে লড়তে আপনি খুবই নীচে নেমে গিয়েছেন’। এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর অবস্থানও জানতে চেয়েছেন শিবরাজ। তিনি লিখেছেন, ‘মল্লিকার্জুন খড়্গে এবং সনিয়া গান্ধীর কাছে আমি জানতে চাই, আপনারা কি এই কন্যা পুজোর বিরুদ্ধে? দয়া করে তা হলে আপনাদের অবস্থান স্পষ্ট করুন’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)