Advertisement
E-Paper

কাশ্মীরের পরিবেশ অশান্ত, উপনির্বাচন স্থগিত অনন্তনাগে

অশান্ত জম্মু-কাশ্মীর। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই অনন্তনাগে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷ উত্তপ্ত উপত্যকায় এই মুহূর্তে নির্বাচনের জন্য উপযুক্ত পরিস্থিতি নেই। আগামী ২৫ মে এই কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা ছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৬:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অশান্ত জম্মু-কাশ্মীর। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই অনন্তনাগে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷

উত্তপ্ত উপত্যকায় এই মুহূর্তে নির্বাচনের জন্য উপযুক্ত পরিস্থিতি নেই। আগামী ২৫ মে এই কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, মঙ্গলবার একটি বিবৃতি জারি করে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, এই পরিস্থিতিতে কিছুতেই ভাল ভাবে নির্বাচন হওয়া সম্ভব নয়। এটা নির্বাচনের সুষ্ঠু সময় নয়।

আরও পড়ুন:বাবার মৃত্যুর বদলে চাই ৫০ পাক সেনার মাথা’

এর আগে এই আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল গত ১২ এপ্রিল৷ কিন্তু, গত ১০ এপ্রিল উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীনগর৷ ভোটগ্রহণের মাঝেই বিক্ষোভকারীরা ভোট পর্ব বিঘ্নিত করার চেষ্টা করে৷ মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় হিংসা ছড়ানোর চেষ্টা হলে গুলিতে আটজনের মৃত্যু হয়৷ জখম হয়েছিলেন আরও পাঁচজন৷ ১০ এপ্রিলের উত্তেজনার জেরে ১২ তারিখের উপনির্বাচন স্থগিত করা হয়৷ সেই নির্বাচন আগামী ২৫ মে হওয়ার কথা ছিল। ফের এই আসনের নির্বাচন স্থগিত করে দিল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের রাজ্যপালের সঙ্গে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ৷

Jammu and Kashmir Lok Sabha bypoll Anantnag Election Commission of India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy