শিল্পপতি অনিল অম্বানীর সংস্থার একাধিক ঠিকানায় হানা দিল ইডি। বৃহস্পতিবার মুম্বইয়ে অনিলের সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই অভিযান চলছে বলে জানানো হয়েছে। যদিও অনিলের ব্যক্তিগত বাসভবনে তল্লাশি অভিযান চলছে না।
অনিলের সংস্থা ‘রিল্যায়ান্স অনিল অম্বানী গ্রুপ’ বা ‘রাগা’-র বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। চলতি মাসেই দেনাগ্রস্ত রিলায়্যান্স কমিউনিকেশন্সের (আরকম) এবং অনিলকে ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করেছে স্টেট ব্যাঙ্ক। তার পরেই ইডির এই তল্লাশি অভিযানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
স্টেট ব্যাঙ্কের চিঠি অনুযায়ী, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল আরকম এবং তার শাখা সংস্থাগুলি। এই অর্থ ‘জটিল’ পথে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়। ইডির দাবি, কী ভাবে সরকারি অর্থ পরিকল্পিত উপায়ে বিভিন্ন খাতে পাঠানো হয়েছে, তা জানতে পেরেছে তারা। ইডি সূত্রে খবর, অনিলের সংস্থা সম্পর্কে ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক, সিকিয়োরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি), ব্যাঙ্ক অফ বডোদরার কাছ থেকে তথ্য নিয়েই তল্লাশি অভিযান শুরু হয়েছে।