E-Paper

কেদার-বদ্রী মন্দিরে অহিন্দু প্রবেশ ঠেকাতে তৎপরতা

বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী জানান, উত্তরাখণ্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত। যদিও তা মানতে নারাজ বিরোধীরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৭:২২
কেদারনাথ মন্দির।

কেদারনাথ মন্দির। — ফাইল চিত্র।

মুসৌরিতে সুফি কবি বাবা বুল্লে শাহের শতাব্দীপ্রাচীন মাজারে উগ্র হিন্দুত্ববাদীদের ভাঙচুর নিয়ে বিভিন্ন মহলে নিন্দার মধ্যেই কেদারনাথ-বদ্রীনাথ-সহ মোট ৪৫টি মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ করতে তৎপর হল রাজ্যের শাসক দলবিজেপি এবং মন্দির কমিটি। এই তালিকায় রয়েছে পঞ্চ কেদার, পঞ্চ বদ্রী, উখিমঠ, কালিমঠ, ত্রিযুগীনারায়ণ, ভবিষ্যবদ্রী, নরসিংহ মন্দিরের মতো জায়গাগুলি, যেগুলি হিন্দুদের তীর্থক্ষেত্রের পাশাপাশি জনপ্রিয় পর্যটনকেন্দ্রও। ইতিমধ্যেই শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি জানিয়েছে, অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি চেয়ারম্যান সুরেশ সেমওয়াল জানিয়েছেন, হিন্দু নন এমন কোনও ব্যক্তি যাতে মন্দিরে প্রবেশ করতে না-পারেন, তা কঠোর ভাবে নজর রাখা হবে। একই সুরে শ্রী কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী জানান, কমিটির আওতাধীন সমস্ত মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব কমিটির আসন্ন বৈঠকে উত্থাপন করা হবে।

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বিজেপি নেতা হেমন্ত জানান, উত্তরাখণ্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত। যদিও তা মানতে নারাজ বিরোধীরা। তাঁদের বক্তব্য, অঙ্কিতা ভান্ডারী খুনের মামলায় এক প্রভাবশালী বিজেপি নেতার নাম জড়ানো, এবং এক বিজেপি নেতার ছেলের গ্রেফতারি ঘিরে এমনিতেই রাজ্যে অসন্তোষ বাড়ছে। তার উপর উন্নয়নের নামে পাহাড়ে যে ধ্বংসযজ্ঞ চলছে, তার ফলে বহু জায়গায় ভূমিধস-সহ নানা বিপর্যয়ের শিকার হচ্ছেন স্থানীয়েরা। তা নিয়েও ক্ষোভ বাড়ছে। এই অবস্থায় নজর ঘ‌োরাতেই এমন পদক্ষেপ। কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সূর্যকান্ত ধাসমানাও এই পদক্ষেপকে বিজেপির রাজনৈতিক কৌশল বলে বর্ণনা করে দাবি করেন, অ-হিন্দুরা এমনিতেই এই মন্দিরগুলিতে প্রবেশ করেন না। ফলে আলাদা করে এই নিষেধাজ্ঞার প্রয়োজনহীন। ধাসমানার বক্তব্য, রাজ্যের প্রকৃত সমস্যা এবং তা নিয়ে মানুষের ক্ষোভ থেকে নজর সরাতেই এই কৌশল বিজেপির।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

new rules and regulations Rules

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy