প্রতীকী ছবি।
পাপ্পুর নাম বদলাতে হবে। না হলে বাজারে ছাড়া যাবে না তাঁকে। বিজেপি নেতৃত্বকে সে কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন।
বিষয়টি একটি বিজ্ঞাপনকে ঘিরে। গুজরাতে ভোট প্রচারের জন্য সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপন তৈরি করেছে বিজেপি। অনুমোদনের জন্য সেই বিজ্ঞাপনের একটি ভিডিও রাজ্য নির্বাচন কমিশনের মিডিয়া কমিটির কাছে পাঠায় বিজেপি। গত ৩১ অক্টোবরে ভিডিওটি পাঠানো হয়।
আরও পড়ুন: ফের ধাক্কা কেরলের বাম সরকারে, জমি দুর্নীতিতে ইস্তফা পরিবহণ মন্ত্রীর
‘কিরানা’ নামে ওই বিজ্ঞাপনের একটি অংশে দেখা যায়, পাপ্পু নামে এক যুবক সব্জি কিনতে বাজারে ঢোকেন। এর পর তিনি এক সব্জি বিক্রেতার কাছে যান। ঠিক সে সময়ই ওই বিক্রেতা বলবেন, ‘‘স্যর, পাপ্পুভাই আয়ে লাহতা হ্যায়।’’ অর্থাৎ পাপ্পুভাই এসে গিয়েছে। এই অংশটিতেই সম্প্রচারে আপত্তি জানায় নির্বাচন কমিশন। কমিশনের মনে হয়েছে, সরাসরি নাম না নিলেও পাপ্পুর চরিত্রটা আসলে রাহুল গাঁধীকে ব্যঙ্গ করার জন্য ব্যবহার করেছে বিজেপি।
কারণ, সোশ্যাল মিডিয়ায় রাহুল গাঁধীকে বিজেপি কর্মীরা পাপ্পু নামে অনেক বার আক্রমণ করেছেন। রাহুল গাঁধীকে ব্যঙ্গ করে ফেসবুক এবং টুইটারে #পাপ্পু এবং #পাপ্পুসেনসরড্ ট্রেন্ডিং টপিকও। মনে করা হচ্ছে, সে কারণেই নির্বাচন কমিশন বিজেপির এই বিজ্ঞাপনে আপত্তি জানায়। কমিশন বিজেপিকে চরিত্রের নাম বদলে দেওয়ার নির্দেশ দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy