নির্বাচনী সংস্কারের লক্ষ্যে দেশের প্রায় ৩৪৫টি অস্বীকৃত রাজনৈতিক দলকে নিজেদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রশ্নে চিহ্নিত করল নির্বাচন কমিশন।
বর্তমানে দেশে প্রায় ২৮০০ দলের নাম নির্বাচন কমিশনের তালিকায় নথিভুক্ত রয়েছে। আজ প্রথম দফায় ওই সাড়ে তিনশো দলের নাম তালিকা থেকে হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ কমিশন জানিয়েছে, ওই দলগুলির অস্তিত্ব কেবল খাতায়-কলমে রয়েছে। ২০১৯ সাল থেকে ওই দলগুলি কোনও নির্বাচনে অংশ নেয়নি। এমনকি দলগুলির কোনও দলীয় দফতরও নেই। কেবল খাতায়-কলমে দলগুলির অস্তিত্ব রয়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলগুলিকে নিজেদের বক্তব্য জানানোর জন্য কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে। সাধারণত কোনও দল নির্বাচন কমিশনের নথিভুক্ত হলে কর ছাড়ের সুবিধা পেয়ে থাকে। সূত্রের মতে, কর ছাড় ছাড়াও বহু ক্ষেত্রে কালো টাকা সাদা করার লক্ষ্যে এ ভাবে কোনও দলের নাম নির্বাচন কমিশনের খাতায় কেবল নথিভুক্ত করে রাখা হয়। মূলত এ ধরনের দলগুলিকেই চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ২০২২ সালে এমন প্রায় ২৮৪টি দলকে তালিকা থেকে বাদ দিয়েছিল কমিশন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)