ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বা নকশা কি পাচার হয়ে গিয়েছে পাকিস্তানে? এই সন্দেহেই আইএসআই-এর কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হল নাগপুরে ব্রহ্মস মিসাইল প্রকল্পে কর্মরত এক ইঞ্জিনিয়ারকে। সেনা গোয়েন্দা এবং উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। নিশান্ত অগ্রবাল নামে ওই ইঞ্জিনয়ারের ব্যক্তিগত এবং অফিসের কম্পিউটার থেকে আইএসআই-যোগের একাধিক প্রমাণ মিলেছে বলে গোয়েন্দাদের দাবি। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তাঁকে হানি ট্র্যাপে ফেলা হয়েছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখার প্রধান অসীম অরুণ জানিয়েছেন, নিশান্তের ব্যক্তিগত কম্পিউটার থেকে অত্যন্ত স্পর্শকাতর তথ্য মিলেছে। পাকিস্তানের একাধিক ফেসবুক আইডি-র ব্যক্তির সঙ্গে চ্যাট করার প্রমাণও পাওয়া গিয়েছে।
গত চার বছর ধরে নাগপুরে ব্রহ্মস এরোস্পেস প্রাইভেট লিমিটেড-এ কাজ করছিলেন নিশান্ত অগ্রবাল। তিনি কুরুক্ষেত্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। গোল্ড মেডালিস্ট নিশান্ত শুধু পড়াশোনায় নয়, কর্মক্ষেত্রেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। এ হেন মেধাবী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং অন্যান্য দেশে ব্রহ্মস মিসাইলের প্রযুক্তি ও নকশার মতো অত্যন্ত গোপনীয় তথ্য পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক তথ্যপ্রমাণ মেলার পরই তাঁকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা।